ব্যুরো: তেইশ কোটি সত্তর লক্ষ টাকায় বিক্রি হল ভারত অধিনায়ক বিরাট কোহলির ছবি। আরও পড়ুন- বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের স্থান অর্জন করলেন বিরাট


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন একটি চ্যারিটি ডিনারের আয়োজন করেছিল বিরাট কোহলি ফাউন্ডেশন। সেখানেই কোহলির ছবি কিনলেন ভারতীয় বংশোদ্ভুত একজন ব্রিটিশ উদ্যোগপতি। দশ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোহলির যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে। ছবিটা একেছেন প্রখ্যাত চিত্রকার শাশা জাফরি। অতীতেও চ্যারিটির জন্য এমএস ধোনি,যুবরাজ সিংদের ছবি এঁকেছিলেন তিনি। আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড ফাইনাল হোক, এটাই সবাই চাইছে: বিরাট কোহলি