নিজস্ব প্রতিবেদন : তিনি একজন সেলিব্রিটি। এমন ছবি পোস্ট করার জন্য তাঁকে প্রশ্নের মুখে পড়তে হল। সাধারণ কোনও মানুষ এমন ছবি দিলে হয়তো এতটা প্রভাব পড়ত না। গায়ে জামা নেই। স্রেফ একখানা হাফ প্যান্ট পরে কোনও এক রাস্তায় হতোদ্যম হয়ে বসে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। যদিও বিরাট নিজে এই ছবিতে অস্বাভাবিত কিছু রয়েছে বলে মনে করেননি। তাই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা অন্তরে উঁকি দিয়ে দেখি ততক্ষণ বাইরে দেখার প্রয়োজন হয় না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ক্যারিবিয়ান সফরে নির্বাচকদের ভূমিকা নিয়ে চড়া মেজাজে কথা বলেছেন সঞ্জয় বাঙ্গার?



সাধারণ মানুষ সহজেই যেটা করতে পারেন অনেক সময় সেলিব্রিটিরা সেটা করলে শোভা পায় না। বিরাটের সঙ্গেও হয়তো এমনটাই হল। নিয়মের বাইরে গিয়ে বিরাটের এই খালি গায়ের ছবি তাই তাঁর ভক্তরা ভালভাবে নিতে পারলেন না। বৃহস্পতিবার নিজের টুইটার প্রোফাইলে এমন ছবি পোস্ট করলেন কোহলি। তার পরই ট্রোলড হতে হল তাঁকে। কেউ কেউ সেই ছবির নিচে লিখলেন, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ট্রাফিক চালান জমা দিয়ে এলেন নাকি! কেউ আবার মজা করে লিখলেন, এমন ক্যাপশন আপনি জামা পরা ছবি দিয়েও পোস্ট করতে পারতেন! কী এমন মানে বদলে যেত! একজন আবার লিখলেন, রোহিত শর্মার ফ্যানরা ধরে কোহলির এমন অবস্থা করে দিয়েছেন!



মঙ্গলবার দীনেশ মদন নামের এক ব্যক্তিকে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছিল গুরুগ্রাম ট্রাফিক পুলিস। সেই ঘটনার সঙ্গে মিলিয়ে এবার কোহলিকে ট্রোল করা হল।