Virat Kohli, Cristiano Ronaldo: রোনাল্ডোকে `গ্রেটেস্ট অফ অলটাইম` বললেন কোহলি
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি ফের একবার নিজের অনুরাগ ব্যক্ত করলেন বিরাট কোহলি। তাঁকে `গ্রেটেস্ট অফ অলটাইম` বললেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও রেকর্ড হাত ধরাধরি করে চলে। এই কথা আর বলার অপেক্ষা রাখে না। তিনি মাঠে নামলেই পরিসংখ্যানবিদরা তৈরি হয়ে যান, নতুন পরিসংখ্যান লেখার জন্য। কারণ পর্তুগালের গোলমেশিন ইতিহাস লেখাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। সিআর সেভেনের মুকুটে যুক্ত হল ফের একটি পালক। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে রোনাল্ডো ক্লাব কেরিয়ারে ৭০০ গোল করে ফেলেলেন। গত রবিবার প্রিমিয়র লিগে (Premier League) ম্যাঞ্চেস্টার ইউনাই়টেড (Manchester United) মুখোমুখি হয়েছিল এভারটনের (Everton)। রেড ডেভিলস ২-১ গোলে এভারটনকে হারিয়েছে গোডিসন পার্কে।
এই ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই অ্যালেক্স ওবির গোল ম্যান ইউ পিছিয়ে পড়ে। এরপর ১৫ মিনিটে অ্যান্থনি গোল করেন। ৪৪ মিনিটে ম্যান ইউয়ের হয়ে জয়সূচক গোলটি আসে রোনাল্ডোর পা থেকে। পর্তুগিজ জাদুকরকে ফের একবার কুর্নিশ জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মায়েস্ত্রো রোনাল্ডোর ট্য়ুইটারের কমেন্টে লিখলেন, 'দ্য গোট', অর্থাৎ 'গ্রেটেস্ট অফ অলটাইম'। রোনাল্ডোর প্রতি বরাবরই নিজের অনুরাগ ব্যক্ত করেছেন কোহলি। প্রকাশ্যে জানিয়েছেন যে, তাঁর কাছে মেসির চেয়ে এগিয়ে কোহলি। আবারও 'কিং' কুর্নিশ করলেন পর্তুগিজ জাদুকরকে।
আরও পড়ুন: Cristiano Ronaldo, Yuvraj Singh: ৭০০ গোল করলেন রোনাল্ডো, ভুল শব্দচয়নে চূড়ান্ত ট্রোলড যুবরাজ!
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
পরিসংখ্যান বলছে রোনাল্ডো স্পোর্টিং সিপিতে প্রথম ক্লাব (সিনিয়র কেরিয়ারে) গোল করার পর বাকি ৬৯৯টি গোল করতে সময় নিলেন পাক্কা ২০ বছর ২ দিন। স্পোর্টিংয়ের হয়ে রোনাল্ডোর আছে ৫ গোল। ম্যান ইউয়ের হয়ে প্রথম পর্বে করেছিলেন ১১৮ গোল। এরপর রিয়াল মাদ্রিদে তাঁর পা থেকে আসে ৪৫০ গোল। জুভেন্তাসের জার্সিতে করেছেন ১০১ গোল। ম্যান ইউয়ের হয়ে চলতি দ্বিতীয় পর্বে এখনও পর্যন্ত করেছেন ২৬ গোল।