নিজস্ব প্রতিবেদন :  করোনা পরবর্তী ক্রিকেটে ফের ক্যারিবিয়ান রাজ। ইংল্যান্ডকে তাদের দেশেই হারিয়ে দিল জেসন হোল্ডারের দল। সাউদাম্পটনে চার উইকেটে জিতে তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমদিনের খেলায় বৃষ্টির বাধা ছিল। অধিনায়ক জেসন হোল্ডার আর শ্যানন গ্যাব্রিয়েলের আগুনে বোলিংয়ে মাত্র ২০৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৩১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।  দ্বিতীয় ইনিসনে ৩১৩ রান তোলে ইংল্যান্ড। ২০০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন গ্যাব্রিয়েল।



করোনা পরবর্তী ক্রিকেটে ক্যারিবিয়ানদের এমন জয়কে কুর্নিশ জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইট করে কিং কোহলি লিখেছেন, " ওয়াও! দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট ক্রিকেটের সেরা ছবি।"



আরও পড়ুন - কোহলিদের অস্ট্রেলিয়া সফর নিয়ে বড়সড় আপডেট দিলেন বোর্ড প্রেসিডেন্ট!