ওয়েব ডেস্ক: রিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক পাকা। বিশ্বের দুই নম্বর ব্যাডমিন্টন তারকাকে প্রথম দুই সেটেই হারিয়ে অলিম্পিক ফাইনালে উঠেছেন পিভি সিন্ধু। ফাইনালে জিতলে সোনা, হারলে রূপো। দ্বিতীয় পদকের দিকে আর কোনও বাধা নেই, এখন দেখার ভারতের ঘরে আসছে রূপো না সোনা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফাইনালে স্প্যানিশ তারকা বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় ক্যারোলিন মারিনের মুখোমুখি হবেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। গোটা দেশ তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চলছে শেষ টেস্ট। এর ফাঁকেই রিও অলিম্পিকে নজর রাখছেন খেলাপাগল বিরাট। পিভি সিন্ধুর জয়ের পর উচ্ছ্বসিত বিরাট সিন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সোনা জয়ের জন্য তাঁকে চিয়ার আপও করলেন।