জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিজের উচ্চতা অনুসারে পারফর্ম করতে না পারার জন্য ইতিমধ্যেই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে (ICC Test Ranking) প্রথম দশের বাইরে চলে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে তাতে কি! ফ্যাব ফাইব অর্থাৎ জো রুট (Joe Root), স্টিভ স্মিথ (Steve Smith), কেন উইলিয়ামসন (Kane Williamson) ও বাবর আজমের (Babar Azam) সঙ্গে এই লড়াইয়ে এখনও শীর্ষেই রয়েছেন তিনি। তিন ফরম্যাটে রান থেকে গড়, শতরান থেকে অর্ধ শতরান কিংবা রান, সবকিছুতেই বাকি চারজনকে ছাপিয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে বিরাটের ব্যাটে তিন অঙ্কের রান নেই। একদিনের ফরম্যাটেও আগের মতো তাঁর দাপট দেখা যাচ্ছে না। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ১৩৬ রান করেছিলেন বিরাট। সেই বছর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে শেষবার একদিনের ফরম্যাটে শতরান করেছিলেন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে জোড়া শতরান করেছিলেন তিনি। তবুও ফ্যাব ফাইভের এই লড়াইয়ে চলছে 'বিরাট রাজ'। 


টেস্ট ক্রিকেটে ফ্যাব ফাইভ



টেস্টের মতো একদিনের ফরম্যাটেও বিরাট তাঁর অন্য চার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন। মোট রান, এক ইনিংসে সর্বোচ্চ রান, গড় সবকিছুতেই ফ্যাব ফাইভের তালিকায় রাজত্ব করছেন বিরাট। 


 


একদিনের ক্রিকেটে ফ্যাব ফাইভ



আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটেও কোহলির 'বিরাট' দাপট চলছে। ফ্যাব ফাইভের এই তালিকায় একমাত্র শতরানকারী বাবর আজম। তবে মোট রান, সর্বোচ্চ গড়ের নিরিখে এখনও শীর্ষে বিরাট। 


 


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফ্যাব ফাইভ 



আরও পড়ুন: Shikhar Dhawan, WI vs IND ODI: বিশ্রামে বিরাট-রোহিত, নতুন অধিনায়ক 'গব্বর'


আরও পড়ুন: Virat Kohli vs ECB: কোহলিকে ইসিবি-র 'বিরাট' অপমান, উত্তাল নেটপাড়া


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)