নিজস্ব প্রতিবেদন: লকডাউনে করোনা সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি কীভাবে সময় কাটাচ্ছেন তার কম-বেশি আপডেট সোশ্যাল মিডিয়াতে নিয়ম করে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবারও ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন বিরাট কোহলি। বই পড়তে পড়তে মুম্বইয়ের বর্ষা উপভোগ করছেন বিরাট।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ছবিটি পোস্ট করে বিরাট কোহলি লেখেন, "মুম্বইয়ে দারুন আবহাওয়া।  মুম্বইয়ে প্রথমবার বর্ষা উপভোগ করছি। বই পড়া শুরু করার জন্য এর থেকে ভালো হসময় আর হতে পারে না।"


 



কোহলির এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন।  এবি ডিভিলিয়ার্স লিখেছেন, সফিসটিকেটেড! আর ডেভিড ওয়ার্নার মজা করে লেখেন, যুবক বিরাট কোহলি মনে হচ্ছে অল্প অল্প সাদা দাড়ি..


 


রও পড়ুন - টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি-র গড়িমসি, শশাঙ্ক মনোহরকেই দুষছে BCCI!