আইপিএলের জন্য ধরমশালায় খেলেননি বিরাট, বলার জন্য হজকে পাল্টা দিলেন গম্ভীর
প্রথমে অস্ট্রেলিয়ার মিডিয়া বিরাট কোহলিকে বিড়াল, কুকুরের সঙ্গে তুলনা করল। এরপর অজি মিডিয়া বিরাটকে তুলনা করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর তারপর সবকিছুকে যেন ছাপিয়ে গেলেন প্রাক্তন অজি ক্রিকেটার ব্র্যাড হজ। তিনি বলেছেন, `আইপিএল শুরু থেকে তরতাজা হয়ে খেলার জন্যই ধরমশালা টেস্ট খেলেনি বিরাট। তুমি একটা টেস্ট ম্যাচ না খেলে মাঠের বাইরে বসে থাকলে। আবার পরের সপ্তাহতেই তুমি আইপিএলে খেলতে নেমে গেলে, এটা ঠিক নয়।`
ওয়েব ডেস্ক: প্রথমে অস্ট্রেলিয়ার মিডিয়া বিরাট কোহলিকে বিড়াল, কুকুরের সঙ্গে তুলনা করল। এরপর অজি মিডিয়া বিরাটকে তুলনা করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর তারপর সবকিছুকে যেন ছাপিয়ে গেলেন প্রাক্তন অজি ক্রিকেটার ব্র্যাড হজ। তিনি বলেছেন, 'আইপিএল শুরু থেকে তরতাজা হয়ে খেলার জন্যই ধরমশালা টেস্ট খেলেনি বিরাট। তুমি একটা টেস্ট ম্যাচ না খেলে মাঠের বাইরে বসে থাকলে। আবার পরের সপ্তাহতেই তুমি আইপিএলে খেলতে নেমে গেলে, এটা ঠিক নয়।'
আরও পড়ুন ক্রিকেটারদের ডাকনাম, বীরুঘরেলু অ্যাওয়ার্ডস দিলেন বীরেন্দ্র সেহবাগ
প্রসঙ্গত, ব্র্যাড হজ নিজেও আইপিএলে গুজরাট লায়ন্স দলের কোচ। তাঁর এই কথা শুনে বিরাট কোহলি কোনও উত্তর না দিলেও মুখের মতো জবাব দিলেন আর এক দিল্লিওয়ালা গৌতম গম্ভীর। তিনি বলেছেন, 'আমি যতটা জানি বুঝি সেই অনুযায়ী, একজন ভারতের হয়ে খেলে।শুধু তাই নয়, ভারতীয় দলের নেতৃত্ব দেয় সে। আর সে কিনা দেশের হয়ে টেস্ট না খেলে কোনও অন্য প্রতিযোগিতার কথা ভাবছে! এমনটা হতেই পারে না। আসলে কেউ যা কিছু বলে প্রচারমাধ্যমের শিরোনামে আসতেই পারে। কিন্তু একজনকে না জেনে, তাঁর চোটের গুরুত্ব সম্পর্কে না জেনে কোনও কথা না বলাটাই ভালো।'
আরও পড়ুন টি২০ এবং একদিনের ম্যাচ ছাড়া টেস্টেও ভরসা দিতে পেরে খুশি জাদেজা