ক্রিকেটারদের ডাকনাম, বীরুঘরেলু অ্যাওয়ার্ডস দিলেন বীরেন্দ্র সেহবাগ
বীরেন্দ্র সেহবাগ আছেন বীরেন্দ্র সেহবাগের মেজাজেই। ধরমশালা টেস্টে ৮ উইকেটে জেতার পর বর্ডার গাভাসকর ট্রফি এবারের মতো ভারত জিতে নিল ২-১ ব্যবধানে। তারপরেই বীরুর মেজাজি টুইট। ভারত অস্ট্রেলিয়ার দুই দেশের ক্রিকেটারদের তিনি দিলেন নিজের পছন্দ অনুযায়ী নাম। আর এই নামকরণ অনুষ্ঠানের নাম রাখলেন বীরুঘরেলু অ্যাওয়ার্ডস। এবার এক নজরে দেখে নিন কাকে কী নাম দিলেন বীরু।
ওয়েব ডেস্ক: বীরেন্দ্র সেহবাগ আছেন বীরেন্দ্র সেহবাগের মেজাজেই। ধরমশালা টেস্টে ৮ উইকেটে জেতার পর বর্ডার গাভাসকর ট্রফি এবারের মতো ভারত জিতে নিল ২-১ ব্যবধানে। তারপরেই বীরুর মেজাজি টুইট। ভারত অস্ট্রেলিয়ার দুই দেশের ক্রিকেটারদের তিনি দিলেন নিজের পছন্দ অনুযায়ী নাম। আর এই নামকরণ অনুষ্ঠানের নাম রাখলেন বীরুঘরেলু অ্যাওয়ার্ডস। এবার এক নজরে দেখে নিন কাকে কী নাম দিলেন বীরু।
আরও পড়ুন ধরমশালায় অসিদের ৮ উইকেটে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির মালিক টিম ইন্ডিয়া
১) পূজারা - ইনভার্টার
২) জাদেজা - টুলুপাম্প
৩) কেএল রাহুল - স্টেবিলাইজার
৪) স্মিথ - টিউবলাইট
৫) ঋদ্ধিমান সাহা - ছান্নি
৬) হ্যান্ডসকম্ব - চিরুনি
৭) উমেশ যাদব - সাঁড়াশি
৮) বিরাট কোহলি - হোল্ডার
৯) অশ্বিন-রাহানে - ডেসার্ট কুলার
১০) কূলদীপ - এক্সস্ট
আরও পড়ুন টি২০ এবং একদিনের ম্যাচ ছাড়া টেস্টেও ভরসা দিতে পেরে খুশি জাদেজা