Virat Kohli | IND vs SA | T20 World Cup 2022: দরকার মাত্র ২৮ রান! বিশ্বরেকর্ড নিজের করে নেবেন বিরাট
বিরাট কোহলি রয়েছেন একেবারে দুরন্ত ছন্দে। ব্যাক-টু-ব্যাক হাফ সেঞ্চুরি করেছেন চলতি টি-২০ বিশ্বকাপে। বিরাটের প্রয়োজন আর ২৮ রান। তাহলেই তিনি মাহেলা জয়বর্ধনেকে টপকে টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রানশিকারি হয়ে যাবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-২০ বিশ্বকাপে আগুনে ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। পাকিস্তানের (৫৩ বলে অপরাজিত ৮২ রান) পর নেদারল্য়ান্ডসের (৪৪ বলে অপরাজিত ৬২) বিরুদ্ধেও ব্যাক-টু-ব্যাক ঝকঝকে ফিফটি প্লাস ইনিংস খেলেছেন। দুই ম্যাচে কোহলির ঝুলিতে চলে এসেছে ১৪৪ রান। রবিবার ভারত পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে (IND vs SA ,T20 World Cup 2022) খেলতে নামবে। এই ম্যাচ জিতলেই ভারত চলে যাবে শেষ চারে। পারথে বিরাটের ব্যাট থেকে ২৮ রান আসলেই, তিনি করে ফেলবেন বিশ্বরেকর্ড। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে সর্বাধিক রানশিকারি ব্যাটারের তকমা জুটবে 'কিং কোহলি'র। কোহলি টপকে যাবেন শ্রীলঙ্কার মহারথী মাহেলা জয়বর্ধনেকে (Mahela Jayawardene)। মাহেলা কুড়ি ওভারের বিশ্বকাপে দেশের জার্সিতে ৩১ ম্য়াচ খেলে করেছেন ১০১৬ রান। কোহলি ২৩ ম্যাচ খেলে করে ফেলেছেন ৯৮৯ রান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেই কোহলি ছাপিয়ে গিয়েছিলেন টি-২০ ক্রিকেটের সম্রাট ক্রিস গেইলকে। এবার কোহলির সামনে শুধুই মাহেলা।
আরও পড়ুন: Virat Kohli | Roger Binny | IND vs PAK: 'আমার কাছে স্বপ্নের মতো ছিল'! বিরাট ঘোর এখনও কাটেনি বিনির
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানশিকারিদের তালিকা
১) মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা)- ১০১৬ রান ৩১ ম্যাচে।
২) বিরাট কোহলি (ভারত)- ৯৮৯ রান ২৩ ম্যাচে।
৩) ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৯৬৫ রান ৩৩ ম্যাচে।
৪) রোহিত শর্মা (ভারত)- ৯০৪ রান ৩৫ ম্যাচে ।
৫) তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)-৮৯৭ রান ৩৫ ম্যাচে।
মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির সেই মহাকাব্যিক ইনিংসে মজেছেন গ্রেগ চ্যাপেল। অজি মহারথী ও ভারতের প্রাক্তন কোচ কোহলির ভূয়সী প্রশংসা করেছেন। চ্যাপেল জানিয়েছেন যে, সেদিন 'ভগবানের গান' শুনেছিলেন তিনি কোহলির ব্যাটে। কোহলির ইনিংসের ব্যাখ্যা দিতে চ্যাপেল টেনে এনেছিলেন হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবত গীতারপ্রসঙ্গ। দ্য সিডনি মর্নিং হেরাল্ডে চ্যাপেলের সাম্প্রতিক কলামে শুধুই বিরাট বন্দনা।