Virat Kohli: আগ্রাসী কোহলির অন্য দিক, ১১ বছরের পূজার লেখাপড়ার `বিরাট` দায়িত্ব নিলেন
কৃষক পরিবারে জন্ম পূজার। ১১ বছর বয়সী পূজা মামা সারওয়ানকে তো পাশে পেয়েছেই, পাশাপাশি তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট। আগেই জানা গিয়েছিল, বিরাট কোহলি ফাউন্ডেশনের পক্ষ থেকে পূজার পড়াশোনা ও খেলার খরচ বহন করার দায়িত্ব নেওয়া হয়েছে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১০ এপ্রিল ১২ বছরে পা দেবে বাচ্চা মেয়েটা। তবে বয়সে বাচ্চা হলেও, ট্র্যাকে নামলে অনেক বড়দের বলে বলে গোল দেবে পূজা বিষ্ণোই (Pooja Bishnoi)। মামা সারওয়ান বুদিয়া (Sarwan Budiya) তার ভাগ্নিকে দেশের চ্যাম্পিয়ন অ্যাথেলিট (Athlete) করে তুলছেন। ইতিমধ্যে নিজেকে লম্বা দৌড়ের ঘোড়া প্রমাণিত করেছে পূজা। ৪৮ মিনিটে দৌড়েছেন ১০ কিলোমিটার। তার আগামী স্বপ্ন অলিম্পিক্সের আসরে মেডেল জয়। এহেন পূজার পাশে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার টুইট করে সেকথা নিজেই জানাল পূজা।
কৃষক পরিবারে জন্ম পূজার। ১১ বছর বয়সী পূজা মামা সারওয়ানকে তো পাশে পেয়েছেই, পাশাপাশি তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট। আগেই জানা গিয়েছিল, বিরাট কোহলি ফাউন্ডেশনের পক্ষ থেকে পূজার পড়াশোনা ও খেলার খরচ বহন করার দায়িত্ব নেওয়া হয়েছে। এদিন নিজেই টুইট করে আনন্দের খবর দিল পূজা। টুইটারে লিখেছে সে, 'আজ আমার ক্লাস সিক্সের শেষ পরীক্ষা। খেলার সঙ্গে সঙ্গে পড়াশোনাও জরুরি। আমাকে বিরাট কোহলি স্যর দেশের দ্বিতীয় সেরা স্কুলে ভরিতে করে দিয়েছেন। মার্চে মাসে কোহলি স্যরের সঙ্গে দু’বার দেখা হবে।'
এইসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন পূজা। সেখানে দেখা গিয়েছে গাড়িতে স্কুলের ইউনিফর্ম পরা অ্যাথলিট। বিরাট কোহলি ফাউন্ডেশন যোধপুরে পূজাকে একটি ফ্ল্যাটও দিয়েছে। বর্তমানে সেখানেই মামার সঙ্গে থাকে পূজা। ভবিষ্যত স্বপ্নপূরণে চালাচ্ছে কঠোর অনুশীলন।
আরও পড়ুন: BGT 2023: আহমেদাবাদে কেমন পিচে খেলবে চাপে থাকা রোহিতের টিম ইন্ডিয়া? জেনে নিন
আরও পড়ুন: Mahendra Singh Dhoni: ইনস্টাগ্রামে ফলোয়ার ৪০.৭ মিলিয়ন হলেও, ধোনি কতজনকে ফলো করেন জানেন?
পূজা বিজ্ঞাপনের জগতেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছে। এছাড়া জসপ্রীত বুমরার সঙ্গেও পূজাকে বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। সব মিলিয়ে পূজা কিন্তু বেশ গতি বজায় রেখেই ট্র্যাকে এগিয়ে চলেছে।