Virat Kohli: ধোনিকে টপকে সচিনের কোন রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বিরাট? জানতে পড়ুন
ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিনের। `গড অফ ক্রিকেট` ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় স্থানে ধোনি। তিনি ৫৩৫টি ম্যাচ খেলেছিলেন। রাহুল দ্রাবিড় খেলেছিলেন ৫০৪টি ম্যাচ। বিরাট এখনও পর্যন্ত ৪৯৯টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১১০টি টেস্ট, ২৭৪টি একদিনের ম্যাচ এবং ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন বিরাট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সেই ম্যাচে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রোহিত শর্মার (Rohit Sharma) শতরানের সঙ্গে ঝলক দেখা গিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটেও। প্রথম ম্যাচেও বিরাট একাধিক রেকর্ড গড়েছিলেন। এবার বিরাটের সামনে নতুন এক মাইলস্টোন গড়ার হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার সঙ্গেই এক নতুন রেকর্ড গড়তে চলেছেন 'কিং কোহলি'। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচের মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে এখন তাঁর সামনে। মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) টপকে ক্রিকেটার হিসাবে সব থেকে বেশি ম্যাচ জেতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এবার তাঁর সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিনের। 'গড অফ ক্রিকেট' ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় স্থানে ধোনি। তিনি ৫৩৫টি ম্যাচ খেলেছিলেন। রাহুল দ্রাবিড় খেলেছিলেন ৫০৪টি ম্যাচ। বিরাট এখনও পর্যন্ত ৪৯৯টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১১০টি টেস্ট, ২৭৪টি একদিনের ম্যাচ এবং ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০ অগাস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সেই টেস্ট খেলতে নামলেই ৫০০টি ম্যাচ খেলা হয়ে যাবে ভারতের প্রাক্তন অধিনায়কের। বিরাটের পিছনে রয়েছেন ৪৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রোহিত শর্মা।
আরও পড়ুন: Rahul Dravid And VVS Laxman: আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়, দায়িত্ব নিতে পারেন লক্ষ্মণ
বিশ্ব ক্রিকেটে অবশ্য এই তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন সচিন। ভারতীয় দলের সমস্ত ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪টি ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। তাঁর পরই দ্বিতীয় স্থানে ৬৫২টি ম্যাচ খেলে রয়েছেন মহেলা জয়বর্ধনে। বাকি দুজন ভারতীয় ধোনি খেলেছেন ৫৩৮টি ম্যচ এবং দ্রাবিড় খেলেছেন ৫০৯টি ম্যাচ। সেই এলিট তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন বিরাট।
প্রথম টেস্ট জয়ের সঙ্গে সঙ্গেই যদিও একটি মাইলফলক ছোঁয়া হয়ে গিয়েছে বিরাটের। ভারতের হয়ে সব থেকে বেশি ম্যাচ জেতার তালিকায় বিরাট রয়েছেন দ্বিতীয় স্থানে। বিরাট যে ৪৯৯টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ২৯৬টি ম্যাচে জয়ের মুখ দেখেছে ভারতীয় দল। এর আগে ধোনি জিতেছিলেন ২৯৫টি ম্যাচ। তবে এখানেই শীর্ষে রয়েছেন 'মাস্টার ব্লাস্টার'। সচিন ৩০৭টি ম্যাচ জিতেছিলেন। ফলে নিজের 'আইডল'-কে টপকাতে হলে বিরাটকে আর ১২টি ম্যাচ জিততে হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে শতরান দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট দুনিয়া। তবে তাঁকে ৭৬ রানেই থামতে হয়েছিল। এহেন বিরাটের সামনে এবার নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। সেই ম্যাচে বিরাট শতরান করতে পারেন কিনা সেটাই দেখার।