নিজস্ব প্রতিবেদন : কিংস্টনে ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়েছিলেন বিরাট। সোমবার জামাইকায় দ্বিতীয় টেস্ট জিতে ধোনিকে টপকে গেলেন ক্যাপ্টেন কোহলি। পরিসংখ্যানের বিচারে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক এখন বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানে প্রথম টেস্ট জিতে নেয় কোহলি ব্রিগেড। আর এই টেস্ট জেতার ফলে ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করেন ক্যাপ্টেন কোহলি। কিংস্টনে দ্বিতীয় টেস্টে জিতলেই ধোনিকে টপকে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হওয়ার হাতছানি ছিল ক্যাপ্টেন কোহলির সামনে। জামাইকায় দ্বিতীয় টেস্টেও আত্মসমর্পণ করে ক্যারিবিয়ানরা। ২৫৭ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।                               


আরও পড়ুন - দুরমুশ ওয়েস্ট ইন্ডিজ, ওয়ান ডে-র পর কিংস্টনে ২৫৭ রানে জিতে টেস্ট সিরিজও তুলে নিল ভারত


৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টি টেস্ট জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখানে মাত্র ৪৮টা টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি। ২৮টি টেস্ট জিতে ভারতের সফলতম অধিনায়ক এখন কিং কোহলিই।