নিজস্ব প্রতিবেদন: বোলার বল করেছেন, উইকেটও পেয়েছেন। অথচ সেই ডেলিভারি কাউন্টই হয়নি। এমন ঘটনা ১৩৭ বছরের ক্রিকেট ইতিহাসে ঘটেছে মাত্র ১৯ বার। ১৮ বার এই ঘটনা ঘটেছে একদিনের আন্তর্জাতিকে। আর একবার এই উদ্ভট ঘটনার সাক্ষী থেকেছে টি-টোয়েন্টি ক্রিকেট। আর সেটাও ঘটেছিল বিরাটের হাতেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরাটের রেকর্ড ভাঙলেন বাবর!


টি-টোয়েন্টি ক্রিকেটে জীবনের  প্রথম ডেলিভারিতেই উইকেট পেয়েছেন বিরাট। উইকেটটি ছিল ব্রিটিশ তারকা কেভিন পিটারসেনের। সেই বলটি ছিল ওয়াইড। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ‘কীর্তি’ এখনও পর্যন্ত আর ঘটেনি।


আরও জানুন- একদিনের ক্রিকেটে বোলার বিরাটের শিকার যাঁরা


উল্লেখ্য, নো বলেও বোলারের ডেলিভারিকে বৈধ স্বীকৃতি দেওয় হয়না। সেটাকে অবৈধ-ই ধরা হয়। এবং সে কারণেই বোলারকে পুনরায় বল করতে হয়। এই ধরনের ডেলিভারিতে কোনও ব্যাটসম্যান স্রেফ রান আউটই হতে পারেন। ক্রিকেট বিধান অনুযায়ী নো বলে কোনও ব্যাটসম্যানকে রান আউট ছাড়া অন্য কোনও আউট দেওয়া যায় না। ওয়াইড বলের ক্ষেত্রে ব্যাটসম্যান দু ভাবে আউট হতে পারেন। এক, স্টাম্প আউট এবং দুই, হিট উইকেট।


২০১১ সালে ইংল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি ম্যাচে ওয়াইড বলে উইকেট পেয়েছিলেন বিরাট কোহলি। আর বিরাটের এই বিরল কীর্তি এখনও পর্যন্ত অক্ষত।