ওয়েব ডেস্ক: অ্যান্টিগুয়া টেস্টে রেকর্ডের ছড়াছড়ি। বিরাট কোহলি থেকে অশ্বিন কিংবা দলগত পারফরম্যান্স, সবদিকেই রেকর্ড আর রেকর্ড। এরই মাঝে একটি রেকর্ডে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকর রহিমের সঙ্গে একই আসনে বসলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটাই কি ভারতের সর্বোচ্চ টেস্ট রান?


ভাবছেন, কী এমন রেকর্ড, যাতে রহিমের সঙ্গে একাসনে বসলেন বিরাট? বলে দিচ্ছি। অ্যান্টিগুয়া টেস্টের প্রথম ইনিংসে ভারত অধিনায়ক বিরাট কোহলি আউট হন ৩৭৫ বলে ২০০ রান করে। এর আগে টেস্টে একজনই অধিনায়ক ২০০ রানে আউট হন। ২০১৩-র গল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন মুশিফকর রহিম।  হ্যাঁ, ক্রিকেট দুনিয়ায় রহিমের পর বিরাটই শুধু ক্যাপ্টেন থাকাকালীন আউট হলেন ২০০ রানে।


আরও পড়ুন  বিদেশের মাটিতে ফের নজির বিরাটের!