নিজস্ব প্রতিবেদন:  বিশ্বকাপে গ্রুপ লিগে শেষে শীর্ষে শেষ করেছিল বিরাট কোহলিরা। কিন্তু সেমি-ফাইনালে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। গ্রুপ লিগ শেষে এক নম্বর দল ফাইনালে ওঠার লড়াইয়ে আর একটা সুযোগ পাওয়া উচিত্ বলে মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাত্ আইপিএলের মতোই এবার বিশ্বকাপের সূচি চান ক্যাপ্টেন কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আইপিএলে যেমনটা হয়ে থাকে, গ্রুপ লিগের পর পয়েন্ট টেবিলের প্রথম চার দল কোয়ালিফায়ারে খেলে। এক এবং দু নম্বর দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়। তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হয় এলিমিনেটরে। প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। কিন্তু যে দল হেরে যায় তারা আরও একটা সুযোগ পায়। এলিমিনেটরের জয়ী দলের সঙ্গে খেলে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে এক নম্বর দল হয়ে সেমি-ফাইনালে ওঠে ভারত। কিন্তু সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নিয়েছে কোহলির দল। গ্রুপ পর্বে এত ভালো পারফর্ম করেও শেষ চারে কিউইদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। স্বাভাবিকভাবেই গোটা গ্রুপ পর্বে ভালো খেলে সেমি ফাইনালে এক ম্যাচে হেরে বিদায় নেওয়ায় হতাশ কোহলি। ম্যাচ শেষে সংবাদিক সম্মেলনে কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের ফরম্যাট আইপিএলের মতো চান কি না?


আরও পড়ুন - বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে সমর্থকদের বিরাট বার্তা দিলেন ক্যাপ্টেন কোহলি


উত্তরে বিরাট কোহলি বলেন, "হয়তো! যদি পয়েন্ট টেবিলে এক নম্বরে শেষ করার অর্থ তাই হয়! সেমিতে হারলেই বিদায়। আমার মনে হয় এই বিষয়টি এবার বিবেচনা করা উচিত্। বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। এটা খুব ভালো একটা পয়েন্ট।আমরা হয়তো কেউই জানি না কোনওদিন এই নিয়মও বলবত্ হবে।" সঙ্গে বিরাট আরও বলেন, "টেবিলে তুমি এক নম্বর দল হিসেবে শেষ করবে। আর তারপর একটা দিনে কিছু সময়ের খারাপ ক্রিকেট তোমাকে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে দেবে।কিন্তু কিছু করার নেই এটাই তোমাকে মেনে নিতে হবে।"