নিজস্ব প্রতিবেদন: 'বিশ্রাম বিতর্কে' ভারত অধিনায়ক বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন রাহুল দ্রাবিড়। "সবারই বিশ্রাম প্রয়োজন। বিরাট বিশ্রাম চাইলেই পাবেন। আমি কিছুতেই বুঝতে পারছি না, এই ইস্যুতে কেন এত কথাবার্তা হচ্ছে। কেনই বা এত বিতর্ক হচ্ছে," শ্রীলঙ্কা সফরের আগে বিরাটের 'ছুটি'র আবেদন প্রসঙ্গে এমন অভিমতই দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একই সঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, "টানা সিরিজ চলছে। দলে ঘুরিয়ে ফিরিয়ে ক্রিকেটারদের খেলানোই উচিত। টিম ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্তই নিচ্ছে।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ধোনির ওপর বিরাট নির্ভরতা কোহলির: ভিভিএস


কিউইদের সঙ্গে সিরিজ চলাকালীনই ডিসেম্বরে ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন ভারত অধিনায়ক। ভারতীয় বোর্ড বিরাটের ছুটি সংক্রান্ত বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে জানায়নি। বরং 'ব্যক্তিগত কারণে' বিরাটের ছুটির আবেদনকে প্রাথমিক ভাবে 'ঝুলিয়ে রেখে' শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে রাখা হয়েছে বিরাট কোহলিকে। তবে সহ-অধিনায়ক হিসাবে ওই স্কোয়াডে নাম ঘোষণা হয়েছে অজিঙ্কা রাহানের। বিগত সময়ে বিরাট যখন কাঁধের চোট পেয়ে ২২ গজের বাইরে যেতে বাধ্য হয়েছিলেন, তখন দলের ব্যাটন ছিল এই মুম্বইকরের হাতেই। রাহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়েছিল ভারত। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে অজিঙ্কাকে সহ-অধিনায়ক ঘোষণা করায় সংশ্লিষ্ট মহলের অনেকেই মনে করছে বিরাটকে বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এমন পরিস্থিতে বিরাটের বিশ্রাম ইস্যুতে যেভাবে পাশে দাঁড়ালেন রাহুল, তাতে চাপ বাড়ল বিসিসিআইয়ের ওপর। অনেকেই মনে করছেন কোহলির আবেদনে সিলমোহর পড়া এখন কেবল সময়ের অপেক্ষা। 


আরও পড়ুন- 'মিথ্যা প্রচার', মায়াপ্পনকে 'ক্রিকেট উৎসাহী' বলিনি : মাহি