নিজস্ব প্রতিবেদন : সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন তিনি বিরাট কোহলি। বলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে আজহারের শর্ত একটাই যদি বিরাট ফিট থাকেন তবেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - কারোর ফোনও ধরছেন না 'ঘরবন্দি' হার্দিক পাণ্ডিয়া!


আন্তর্জাতিক ক্রিকেটে ৫১টি টেস্ট সেঞ্চুরি এবং ৪৯টি ওডিআই সেঞ্চুরি করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ২৫টি টেস্ট সেঞ্চুরি আর ৩৯টি ওডিআই সেঞ্চুরি করেছেন বিরাট। বিরাটের সেঞ্চুরির সংখ্যা এখন ৬৪। অ্যাডিলেডে শতরান করে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে টপকে গিয়েছেন কোহলি। বিরাটের সামনে এখন শুধু রিকি পন্টিং(৭১) এবং সচিন তেন্ডুলকর(১০০)। সচিনের এই রেকর্ড একমাত্র বিরাটই ভাঙতে পারেন বলে মন্তব্য করেন আজহার। তিনি বলেন,"বিরাট কোহলির ধারাবাহিকতা অবাক করার মতো। এই ধারাবাহিকতা খুব কম ক্রিকেটারেরই থাকে।এবং আমি মনে করি যদি বিরাট ফিট থাকে কোনও রকম চোট না পায় তো ও ১০০ সেঞ্চুরি করতে পারবে। বিশ্বের যে কোনও ক্রিকেটারের চেয়ে ধারাবাহিকতায় এগিয়ে বিরাট কোহলি।"


আরও পড়ুন - বিপিএলে ক্রিস গেইলকে ছক্কা হাঁকালেন 'ডানহাতি' ওয়ার্নার!


বিরাট শতরান করেছে আর টিম ইন্ডিয়া জেতেনি এমন ঘটনা খুব কম হয়েছে। সেই সঙ্গে অ্যাডিলেডে মহেন্দ্র সিং ধোনির ইনিংসেরও প্রশংসা শোনা গিয়েছে আজহারের গলায়।