নিজস্ব প্রতিবেদন : ২০১১ বিশ্বকাপ নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। তিনি হিসাব করে বলেছিলেন, এম এস ধোনিই সেই ক্যাপ্টেন, যিনি দেশকে বিশ্বকাপ জেতাতে পারেন। তাঁর কথা মিলেছিল। ওয়াংখেড়েতে বিশ্বজয় করেছিল ভারতীয় দল। তার পর আট বছর কেটেছে। মাঝে ২০১৫ বিশ্বতাপে ভারতীয় দল ভাল কিছু করতে পারেনি। কিন্তু এবার ফের বিশ্বজয়ের যোগ রয়েছে। বলছেন কেরলের বিখ্যাত সংখ্যাতত্ত্ববিদ এম কে দামোদরন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  অবাক কাণ্ড! পাকিস্তান অধিনায়ক সরফরাজের মামা আজ ভারতের সমর্থক



খেলাধূলা শুধু নয়, রাজনীতির বেশ কিছু ক্ষেত্রেও তাঁর ভবিষ্যদ্বাণী মিলেছে। কেরলের এম কে দামোদরন কিন্তু ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। কেরালার কান্নুর জেলায় তাঁর বাড়ি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। সেই দামোদরন এর আগে জানিয়েছিলেন, ২০০১ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য ২, ৬ এবং ৭ সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধোনির ভাগ্য সংখ্যা ৩৩। তিনি গণনা করে জানিয়েছিলেন। এবার তিনি কোহলি সম্পর্কে বললেন, বিরাটের জন্ম তারিখ ৫/১১/১৯৯৮। রাশি বৃশ্চিক। যা সংখ্যাতত্ত্বে ৯ সংখ্যাটিকে ইঙ্গিত করে। তাই ৩, ৬ এবং ৯ সংখ্যাগুলো কোহলির জন্য সৌভাগ্যের। এছাড়া বিরাটের বয়স এখন ৩০। অর্থাত্, ৩+০=৩। এ বিষয়গুলোই জানাচ্ছে, কোহলি ও ধোনি মিলে ভারতের জন্য ৩ নম্বর শিরোপাটি জিতবে।''


আরও পড়ুন-  নতুন ধরণের পোশাকে সেজেছেন ক্রিস গেইল, ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা!


১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবের সঙ্গে বিরাট কোহলির মিল খুঁজে বের করে দামোদরন। তিনি বললেন, ''কপিল দেবের জন্যও ৩, ৬ ও ৯ সংখ্যাগুলো সৌভাগ্যের ছিল। তার জন্মসংখ্যা ৬। অধিনায়ক হিসেবে কপিল দেব বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে। অঙ্কগুলোর যোগফল ২১। ১৯৮৩ তে ছিল বিশ্বকাপের ৩ নম্বর আসর এবং তখন কপিল দেবের বয়স ছিল ২৪, এ অঙ্কগুলোর যোগফল হলো ৬। এবার বিশ্বকাপের ১২তম আসর। ১২ সংখ্যাটি ভাঙলে ১+২=৩। শিরোপা জিতবে ভারত। কারণ ৩ এবং ১২ সংখ্যাগুলো ৩ গোত্রীয়ের।''