Virat Kohli`s 34th Birthday: মনোবিদ প্যাডি আপটনের সঙ্গে জন্মদিনের বিশেষ কেক কাটলেন `কিং কোহলি`, ভিডিয়ো ভাইরাল
গত তিন বছর তিন অঙ্কের রান না পাওয়ার জন্য অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। সব বাধা টপকে ফের স্বমহিমায় `কিং কোহলি`। ৪ ম্যাচে ২২০ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন বিরাট।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মনোবিদ প্যাডি আপটনের (Paddy Upton) সঙ্গ পেয়ে তিনি ২০১১ সালের বিশ্বকাপ মাতিয়েছিলেন। ১১ বছর পর সেই প্যাডির পরামর্শেই এশিয়া কাপের (Asia Cup 2022) সময় ফর্ম ফিরে পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। 'কিং কোহলি'-র ব্যাটে এই সোনার ফর্ম চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও (ICC T20 World Cup 2022) বজায় রয়েছে। তাই তো জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামার আগে নিজের ৩৪তম জন্মদিন সেই প্যাডিকে পাশে রেখেই পালন করলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। কেক কেটে খাইয়ে দিলেন প্যাডিকে। কারণ শনিবার শুধু বিরাটের নয়, প্যাডিরও জন্মদিন ছিল। শনিবার ভারতীয় দল মেলবোর্নে অনুশীলনে নামার আগে দুই তারকার জন্মদিন পালন করল রোহিত শর্মার (Rohit Sharma) দল। সেই ভিডিয়ো বিসিসিআই (BCCI) টুইটারে পোস্ট করেছে।
চলতি প্রতিযোগিতায় এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি ঋষভ পন্থ। তবে দলের সবচেয়ে তরুণ ক্রিকেটার একেবারে খোশমেজাজে আছেন। দুই 'বার্থডে বয়'-এর মুখে মাখিয়ে দিলেন পন্থ। এমন বিশেষ দিনে বিরাটও ছিলেন হালকা মেজাজে। অনুশীলনের মাঝে এমসিজি-র গ্যালারিতে চলে আসেন। তাঁর জন্মদিন পালন করার জন্য কেক ও একটি বিশেষ ছবির ব্যবস্থা করেছিল সফরকারী ভারতীয় সংবাদ মাধ্যম। তাঁদের একেবারে কাছে এসে কেক কাটেন 'কিং কোহলি'। সেই পর্ব মিটে যাওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার ব্যাটিং সাধনায় মেতে ওঠেন তিনি। হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও বিরাটকে অনেকটা সময় আলোচনা করতে দেখা গেল।
সাংবাদিক সম্মেলনেও উঠেছিল বিরাটের জন্মদিন পালনের প্রসঙ্গ। জবাবে রবিচন্দ্রন অশ্বিন বলে ওঠেন, 'হ্যাঁ অনুশীলনে নামার আগে আমরা সবাই বিরাটের জন্মদিন পালন করলাম। পন্থ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।'
শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। চার রানে সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় অ্যারন ফিঞ্চের দল। ম্যাচে ৫৪ রানের দুরন্ত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও পান গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ শেষ হওয়ার পরেই তিনি এক সাক্ষাৎকারে বিরাটকে তাঁর জন্মদিনের জন্য আগাম শুভেচ্ছাবার্তা পাঠান। বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সতীর্থ বলেন, 'আমি আমার এক খুব খুব কাছের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। বিরাট কোহলি, আশা করছি তোমার দিনটা দারুণ কাটবে। যদিও আমি এরপরেও তোমায় এমনিতেই মেসেজ করব। তাও আগেভাগেই শুভেচ্ছা জানালাম। জন্মদিন উপভোগ কর বন্ধু।'
গত তিন বছর তিন অঙ্কের রান না পাওয়ার জন্য অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। সব বাধা টপকে ফের স্বমহিমায় 'কিং কোহলি'। ৪ ম্যাচে ২২০ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন বিরাট। সঙ্গে রয়েছে তিনটি অর্ধ শতরান। গড় ২২০.০০। স্ট্রাইক রেট ১৪৪.৭৩। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রান। সেই ধারাবাহিকতা বজায় রেখে ১৫ বছর পর দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিরিয়ে আনতে মরিয়া বিরাট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছিলেন। এবার সেই অপমানের জ্বালা সুদে-আসলে মিটিয়ে নিতে চাইছেন বিরাট।