Virat Kohli`s 34th Birthday: বিরাটের ৩৪তম জন্মদিনে অনুষ্কার আবেগি ইনস্টাগ্রাম পোস্ট, কী লিখলেন? জেনে নিন
২০০৮ সালে অভিষেক হওয়ার পর থেকে, বিরাট টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে জাতীয় দলের হয়ে ১০২টি টেস্ট, ২৬২ টি একদিনের ম্যাচ এবং ১১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বিসিসিআই-এর তরফ থেকেও `কিং কোহলি`-কে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বসন্ত আসে, বসন্ত যায়। বিরাট কোহলির (Virat Kohli) বসন্তটা এবার একেবারে অন্যরকম। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) তিনি দাপট দেখাচ্ছেন। গত তিন বছর তিন অঙ্কের রান না পাওয়ার জন্য অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। সব বাধা টপকে ফের স্বমহিমায় 'কিং কোহলি'। ৪ ম্যাচে ২২০ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন বিরাট। সঙ্গে রয়েছে তিনটি অর্ধ শতরান। গড় ২২০.০০। স্ট্রাইক রেট ১৪৪.৭৩। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রান। রান মেশিন বিরাট কোহলিকে ৩৪তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।
২০০৮ সালে অভিষেক হওয়ার পর থেকে, বিরাট টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে জাতীয় দলের হয়ে ১০২টি টেস্ট, ২৬২ টি একদিনের ম্যাচ এবং ১১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বিসিসিআই-এর তরফ থেকেও 'কিং কোহলি'-কে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।