ওয়েব ডেস্ক: এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু আইপিএল শেষ হয়ে যাওয়ার দুদিন পরেও কেউ ভুলতে পারছেন না, বিরাট কোহলির গোটা আইপিএল জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই আইপিএলের আগের আটটি আইপিএল খেলে কখনও কোনওদিন সেঞ্চুরি করেননি বিরাট কোহলি। অথচ, এবার তিনি একাই করেছেন তিন-তিনটি সেঞ্চুরি! ১৬ টি ম্যাচ খেলে ৯৭৩ রান করেছেন তিনি! রেকর্ড তো অবশ্যই। এত রান করার পরও বিরাট ভক্ত এবং ক্রিকেটপ্রেমীদের আফশোস যে, তাঁর এক আইপিএলে ১০০০ রান হল না। ঠিক যেমন আফশোস, কেন চ্যাম্পিয়ন হলেন না তিনি। ২৭ বছর বয়সী কোহলি এবারই পেরিয়ে গিয়েছেন সুরেশ রায়নার আইপিএল রানকে। এখন আইপিএল ইতিহাসের সবথেকে বেশি রানের মালিক তিনিই। আইপিএল হলই বা শেষ। এই ভিডিওতে দেখে নিন, নবম আইপিএলের বিরাটের ব্যাটিংয়ের হাইলাইটস্!