জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অতিমানবিক' বললেও হয়তো সঠিক সম্বোধন হবে না। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে (IND vs PAK, ICC T20 World Cup 2022) বিরাট কোহলি (Virat Kohli) যে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন, তার ঘোর এখনও কাটেনি বাইশ গজে। এই কথা দিনের আলোর মতোই পরিষ্কার। কোহলি প্রমাণ করে দিয়েছিলেন, যে কেন এই ক্রিকেট গ্রহ ভালোবেসে তাঁকে 'চেজমাস্টার' তকমা উপহার দিয়েছে। পাক বোলারদের বিরুদ্ধে ব্যাট শাসন করে কোহলি বুঝিয়ে দিয়েছিলেন যে, জঙ্গলের 'রাজা' ওরফে 'কিং' একটাই। ৯৮ মিনিট ক্রিজে থেকে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কোহলি। তা সোনার ইতিহাসে লেখা থাকবে। কোহলি মুগ্ধতা এখনও কাটেনি রজার বিনির (Roger Binny)। বিসিসিআই-এর সদ্য নির্বাচিত সভাপতি (BCCI President) জানিয়ে দিলেন যে, তাঁর কাছে কোহলির ইনিংস ঠিক কোন জায়গায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৮৩-র বিশ্বকাপের অন্যতম নায়ক বিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের মসদনদে। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বিনি বলেন, 'কোহলির ওই ইনিংস আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি বুঝেই উঠতে পারিনি যে, ও মাঠের কোথায় বল মারছিল। অসাধারণ জয় পেয়েছিল ভারত। এরকম খুব একটা দেখা যায় না, যেখানে খেলার অধিকাংশ সময়ই পাকিস্তানের অনুকূলে ম্যাচ ছিল, আচমকাই ম্যাচে ফিরে আসে ভারত। খেলার জন্য এটা নিঃসন্দেহে ভালো। দর্শক এমন ম্যাচই দেখতে চায়। কোহলির কাউকে কিছু প্রমাণ করার ছিল না। ও ক্লাস প্লেয়ার। ওর মতো প্লেয়াররা চাপের মুখেই সেরাটা বার করে আনে।'


আরও পড়ুন: Virat Kohli | Greg Chappell | IND vs PAK: কোহলির ব্যাটে চ্যাপেল শুনলেন 'ভগবানের গান'! টেনে আনলেন ভগবত গীতার প্রসঙ্গ


পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। ম্যাচ থেকে কার্যত বেরিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দলকে খাদের কিনারা থেকে তুলে এনে ম্য়াচ জেতান বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া। চতুর্থ উইকেট পার্টনারশিপে বিরাট-হার্দিক ১১৩ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন হার্দিক। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট। শুধু ব্যাট হাতেই নয়, হার্দিক বল হাতেও কামাল করেছিলেন। নির্ধারিত কোটার চার ওভার বল করে তুলে নিয়েছিলেন তিন উইকেটও।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)