শাস্ত্রীকে পাল্টা স্টিভের, ``মনে করি না এটা ভারতের সেরা দল``
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের আসন্ন সিরিজ নিয়েও কথা বললেন স্টিভ।
নিজস্ব প্রতিনিধি : গত ১৫-২০ বছরে বিদেশে সফররত এটাই সেরা ভারতীয় দল। রবি শাস্ত্রীর বলা কথাগুলো এর পর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সবাই শাস্ত্রীর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন। সচিন-দ্রাবিড়-সৌরভ-আজহারুদ্দিন সমন্বিত ভারতীয় দলের কৃতিত্ব তুলে ধরেছিলেন অনেকেই। বিতর্কিত মন্তব্য করার পর থেকে ক্রমশ কোণঠাঁসা হয়ে পড়েছিলেন শাস্ত্রী। কিছুদিন আগে বোর্ডে সিওএ-র কর্তাদের কাছেও এমন মন্তব্যের জন্য শাস্ত্রী ধমক খেয়েছিলেন বলে খবর। ইংল্যান্ড সফরের সময় এমন মন্তব্য করেছিলেন শাস্ত্রী। যা নিয়ে এখনও ডামাডোল চলছে। আর এবার এই ইস্যুতে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া।
আরও পড়ুন- আপনি চলে আসায় ভারতীয় দলে ধোনির ভবিষ্যত্ কী? উত্তরে যা বললেন ঋষভ পন্থ
বীরেন্দ্র শেহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকরদের সুরে যেন সুর মেলালেন স্টিভ। দাঁড়ালেন রবি শাস্ত্রীর বিপরীতে। স্টিভ বললেন, ''ভারতের অন্যতম সেরা দলগুলোর বিরুদ্ধে আমি খেলেছি। ওই দলগুলোর বিরুদ্ধে খেলতে নামলে প্রবল প্রতিযোগিতার মুখে পড়তে হত। তাই আমার মনে হয় না, বিরাট কোহলির এই দলটা ভারতের সেরা।'' রবি শাস্ত্রীর মন্তব্য নিয়ে স্টিভের পর্যবেক্ষণ অন্যরকম। তিনি বলছিলেন, ''আমার মনে হয়, শাস্ত্রী গোটা দলকে উজ্জ্বীবিত করতে এমন কথা বলেছে। তবে এতে লাভের থেকে ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। দল একবার হারতে শুরু করলে চারপাশ থেকে সমালোচনা আসতে শুরু করে। তখন সামলানো কঠিন হয়ে পড়ে। নিজের দলের উপর বিশ্বাস থাকাটা ভাল। তবে তার জন্য এমন কোনও মন্তব্য করে ফেলা ঠিক নয়।''
আরও পড়ুন- ছ'মাস মাঠের বাইরে, ফিরে এসেই ৩১ বলে ৯৩ ডিভিলিয়ার্সের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের আসন্ন সিরিজ নিয়েও কথা বললেন স্টিভ। তবে এক্ষেত্রে তিনি স্মিথ-ওয়ার্নারহীন অজি দলকেই এগিয়ে রাখলেন। স্টিভ বলছেন, ''অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোটা কঠিন। আমাদের বোলিং অ্যাটাক এখনও বিশ্বের সেরা। প্রথম ইনিংসে আমরা ৩৫০ রানের কাছাকাছি করে ফেললে আমাদের বোলাররা বাকি কাজটা সামলে নেবে। তবে ভারতীয় দল অবশ্যই লড়াই করবে। সিরিজের ফল বলাটা কঠিন।''