নিজস্ব প্রতিবেদন: শুধু বাইশ গজের যুদ্ধে খারাপ ফলের জন্য বিরাট কোহলি (Virat Kohli) টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট দলের নেতৃত্ব ছাড়েননি। মাঠের বাইরের পরিস্থিতিও বেশ কঠিন। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে লাল বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এই ফেসবুক পোস্ট দেখলে বোঝা যাচ্ছে যে, মাত্র চার মাসে বিরাট সাম্রাজ্যের পতনের জন্য বিসিসিআই-কে (BCCI) দায়ী করেছেন বলিউদের এই অভিনেত্রী। একই সঙ্গে তাঁর ফেসবুক পোস্টে স্বামীর প্রতি অপার ভালবাসা ও আবেগ ফুটে উঠেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুষ্কার দাবি, শুধু ক্রিকেটীয় চ্যালেঞ্জই নয়, মাঠের বাইরের প্রচুর চ্যালেঞ্জও সামলাতে হয়েছিল কোহলিকে। বিরাটকে। প্রশ্ন উঠছে তিনি কি কোহলির এমন পরিণতির জন্য পরোক্ষ ভাবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দিকে আঙুল তুলে দিলেন?


রবিবার ফেসবুকে দীর্ঘ বিবৃতিতে অনুষ্কা লেখেন, ‘২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, ব্যাটন তুলে দিয়েছিলেন বিরাটের হাতে। আমরা কত ছোটো এবং সাদাসিধে ছিলাম। ভাবতাম যে শুধুমাত্র ভাল অভিপ্রায়, ইতিবাচক পদক্ষেপ এবং মানসিকতা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারে। সেগুলি অবশ্যই জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। তবে তাতে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়। তুমি যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ, তা সর্বদা মাঠের ভিতরে নয়। কিন্তু এটাই তো জীবন? তাই নয়? জীবন সেখানে আপনার পরীক্ষা নেয়, যেখানে পরীক্ষা দিতে বলে তেমন আশাও করেননি। কিন্তু সেখানেই তোমায় সবথেকে বড় পরীক্ষার মুখে পড়তে হয়। মাই লাভ, তোমার জন্য আমি গর্বিত, কারণ কোনও বিষয়কে তোমার ভালো অভিপ্রায়ের ক্ষেত্রে বাধা হয়ে উঠতে দাওনি।‘


আরও পড়ুন: Virat quits India Test captaincy: সিডনিতে রাজার মতো আগমন, কেপটাউনে বিতর্কিত সাম্রাজ্যের পতন


আরও পড়ুন: Virat quits India Test captaincy: Kohli-র ‘বিরাট’ সিদ্ধান্তে হতবাক Rohit Sharma


 



কোহলির উদ্দেশে অনুষ্কা আরও লিখেছেন, ‘আমি জানি যে তুমি ভান করতে পার না। এই গুণটাই তোমাকে আমার চোখে মহান করে তুলেছে। কারণ সবাই তোমার পবিত্র ইচ্ছাটাকে দেখতে পায়। কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। তারা সত্যিই ভাগ্যবান যারা তোমার চোখের গভীরে তোমার মনটা দেখতে পায়। তোমার মধ্যেও অনেক খুঁত রয়েছে। কিন্তু তুমি কোনও দিন সেগুলো লুকনোর চেষ্টা করনি। সব সময় সত্যের পাশে দাঁড়িয়েছ।‘


এই আবেগ মেশানো বার্তায় কোহলির সঙ্গে সম্পর্কের শুরুর দিনগুলোর কথাও উঠে এসেছে। তিনি ফের লিখেছেন, ‘আজ আমার ২০১৪ সালের সেই দিনটার কথা মনে পড়ে যে দিন তুমি এসে বলেছিলে যে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় তোমাকে টেস্টের অধিনায়ক করা হয়েছে। আমার মনে আছে সে দিনই আমি, তুমি ও ধোনি বসে গল্প করছিলাম, যখন ধোনি মজা করে বলছিল কত তাড়াতাড়ি তোমার দাড়ি পাকতে শুরু করবে! সে দিন থেকে আমি তোমার দাড়ি পাকতেই শুধু দেখিনি, মানুষ হিসাবে তোমার উন্নতি দেখেছি। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তোমার উন্নতি দেখে আমি গর্বিত। তুমি দলকে অনেক সাফল্য দিয়েছ। তবে এই সময়ে তোমার ভেতরের উন্নতি দেখে আমি আরও গর্বিত।’


বোর্ডের বিরুদ্ধে পরোক্ষ ভাবে অভিযোগ করলেও বিরাট ঘরণী মনে করেন তাঁর স্বামী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আবার লিখেছেন, ‘তুমি কোনও দিন পদের লোভ করনি। কারণ কেউ যখন কোনও কিছুকে খুব জোরে চেপে ধরে থাকতে চায় তখন সে নিজেকে সীমিত করে ফেলে। কিন্তু তুমি তো অসীম। এই সাত বছরে তুমি যা শিখেছ তা তোমার কাছ থেকে আমাদের মেয়েও শিখবে।‘


একদিনের দলের নেতৃত্ব চলে যাওয়ার পর থেকে কোহলির সঙ্গে বোর্ডের ঠাণ্ডা যুদ্ধ চলছে। সেটা অনুষ্কা সবচেয়ে ভাল জানেন। কারণ তাঁরা যে এক ছাদের তলায় বসবাস করেন। তাই খুব স্বাভাবিক ভাবেই অনুষ্কার এই ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বেশ বোঝা যাচ্ছে স্বামীর পদাঙ্ক অনুসরণ করে তিনিও বিসিসিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)