Virat quits India Test captaincy : দুরত্ব মিটিয়ে বিদায়বেলায় Kohli-কে নিয়ে আবেগপ্রবণ Ravichandran Ashwin
বিবাদ ভুলে কোহলির পাশে অশ্বিন।
নিজস্ব প্রতিবেদন: দলের জয়ের স্বার্থে একজোট হয়ে লড়াই করলেও রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলির মধ্যে অম্লমধুর সম্পর্ক কারও অজানা নয়। তবে কোহলি আচমকা টেস্ট দলের নেতৃত্ব ছাড়তেই আবেগপ্রবণ হয়ে টুইটারে বার্তা দিলেন এই অফ স্পিনার।
সব বৈরিতা ভুলে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া অধিনায়কের উদ্দেশ্যে অশ্বিন লিখেছেন, ‘ক্রিকেটের অধিনায়ক সব সময়ে তাঁর রেকর্ডের জন্য সম্মানিত হন। পাশাপাশি তারা যে ধরনের সাফল্য পায়, তার জন্যও সম্মান করা হয়ে থাকে। কিন্তু অধিনায়ক হিসেবে তুমি একটি বেঞ্চমার্ক তৈরি করেছো। প্রত্যেকেই কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কায় তোমার যে সাফল্য, সেই কথা বলবে এবং মনে রাখবে।‘
অশ্বিন আরও লিখেছেন, ‘জয় একটা ফলাফল ছাড়া আর কিছু নয়। ফসল কাটার আগে বীজ বপনটাই আসল। সেই প্রক্রিয়াটা বিরাট অত্যন্ত যত্ন সহকারে করেছো। আর তার মধ্যে দিয়েও নিজের একটি মান তৈরি করেছে। সেই সঙ্গে আমাদের জন্য প্রত্যাশার একটা মানও তৈরি করেছিলে। দারুণ কাজ করেছো বিরাট।‘
আরও পড়ুন: Virat quits India Test captaincy: সিডনিতে রাজার মতো আগমন, কেপটাউনে বিতর্কিত সাম্রাজ্যের পতন
অশ্বিন আরও লিখেছেন, ‘আমি বলতে পারি, অধিনায়ক হিসেবে ওর সবচেয়ে বড় প্রাপ্তি হল, ভারতের প্রাক্তন অধিনায়কদের ছাপিয়ে যাওয়া। আর সেই সঙ্গে পরবর্তী প্রজন্মের একটা মান রেখে যাওয়া। ভবিষ্যতের ক্রিকেটাররা সেখান থেকে শুধু সামনেই এগোতে চাইবে।‘
অশ্বিনের সঙ্গে কোহলির মনোমালিন্যের ঘটনা কারও কাছেই অজানা নয়। ক্রিকেট পন্ডিতদের দাবি কোহলির জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত সাদা বলের ক্রিকেটে ব্রাত্যের তালিকায় ছিলেন এই অভিজ্ঞ অফ স্পিনার। এমনকি গত ইংল্যান্ড সফরে তাঁকে বসিয়ে রাখার জন্যও কোহলিকে তীব্র সমালোচিত হতে হয়েছিল। তবে সব বিবাদ ভুলে কঠিন সময় কোহলির পাশে দাঁড়ালেন অশ্বিন।