নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি টেস্ট দলের দায়িত্ব ছাড়তেই আবেগপ্রবণ হয়ে পড়লেন রবি শাস্ত্রী। ২০১৪ সাল থেকে সাস্ত্রি-কোহলি জুটি ভারতীয় ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। এই দুজনের জামানায় টিম ইন্ডিয়া আইসিসি প্রতিযোগিতায় খালি হাতে ফিরলেও, দেশে ও বিদেশে একাধিক টেস্ট সিরিজ ও সীমিত ওভারের সিরিজে জয়ের মুখ দেখেছে। তাই প্রিয় বিরাটের বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে গেলেন দলের প্রাক্তন কোচ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অধিনায়ক বিরাটকে এক আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানিয়ে শাস্ত্রী লেখেন, ‘বিরাট, তুমি গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিতে পার। তুমি অধিনায়ক হিসেবে যা যা কৃতিত্ব গড়েছ, তেমনটা খুব কমজনই করতে সক্ষম হয়েছে। নিঃসন্দেহে তুমিই ভারতের সবথেকে আগ্রাসী এবং সফলতম অধিনায়ক। এটা সত্যি বলতে আমার কাছে খুবই দুঃখের একটা দিন, কারণ এই ভারতীয় দলটা আমরা দুইজনে একত্রে তৈরি করেছি।‘


আরও পড়ুন: Virat quits India Test captaincy: বিদায়বেলায় সম্মান পেলেও BCCI ও Kohli-র দুরত্ব রয়েই গেল! দেখে নিন টাইমলাইন


আরও পড়ুন: Virat quits India Test captaincy: সিরিজ হেরেই সতীর্থদের বিদায় বার্তা দিয়েছিলেন Virat Kohli




                   


                pic.twitter.com/huBL6zZ7fZ



তবে প্রাক্তন কোচকে কোহলিও ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি বিবৃতিতে লিখেছিলেন, ‘রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশংসা প্রাপ্য। ভারতীয় দল যে ভাবে একটা গাড়ির মতো ধারাবাহিক ভাবে উপরে উঠে এসেছে, সেই গাড়ির ইঞ্জিন ছিলেন ওঁরা। আমার দর্শনকে সত্যি করার জন্য আপানাদের তোমাদের ভূমিকা অসামান্য। পাশাপাশি দলের প্রতিটি সতীর্থকেও ধন্যবাদ জানাই। কারণ সবাই একজোট না হলে এই সাফল্য পেতাম না। তাই তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ।‘


শাস্ত্রীর সঙ্গেই অধিনায়ক হিসেবে নিজের কেরিয়ারের অধিক সময়টা কাটিয়েছেন কোহলি। তাই নিজের বিদায়ী বার্তায় বিরাট যে দুইজনকে ধন্যবাদ জানিয়েছেন, তার মধ্যে শাস্ত্রী একজন। তাই শাস্ত্রীর আবেগপ্রবণ হয়ে যাওয়া স্বাভাবিক।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)