মুম্বইয়ে ৩৪ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনছেন না বিরাট!
মুম্বইয়ের বান্দ্রা এবং ভার্সোবা এলাকায় স্বপ্নের পেন্টহাউস খুঁজছেন বিরাট।
নিজস্ব প্রতিবেদন: চুক্তি বাতিল! ৭ হাজার স্কোয়ার ফিটের বিলাসবহুল ফ্ল্যাট না-পসন্দ, বিরাট-অনুষ্কা খুঁজছেন পেন্টহাউস। আর সে কারণেই ওমকার রিয়েলটরস এবং ডেভেলপার্সের সঙ্গে ৩৪ কোটি টাকার চুক্তি বাতিল করলেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় মারা গেলেন শোয়েব! মৃত্যুর খবর খারিজ রাউলপিণ্ডি এক্সপ্রেসের
দ্য ইকোনমিক টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের বান্দ্রা এবং ভার্সোবা এলাকায় স্বপ্নের পেন্টহাউস খুঁজছেন বিরাট।
উল্লেখ্য, ওই প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, মনের মতো পেন্টহাউস না পাওয়া পর্যন্ত নবদম্পতি থাকছেন ওর্লির বেসান্ত রোডের স্কাইস্ক্র্যাপার অ্যাপার্টমেন্টে। সেজন্য মাসিক ১৫ লাখ টাকা ভাড়াও গুণছেন বিরাট কোহলি। ওর্লির বেসান্ত রোডের ওই অ্যাপার্টমেন্টের ৪০ তলায় না কি থাকছেন ভারতের সবথেকে চর্চিত যুগল। ২ হাজার ৭০০ স্কোয়ার ফিটের (কার্পেট এরিয়া) ওই বিলাসবহুল ফ্ল্যাট ২ বছরের জন্য ভাড়া নিয়েছেন তাঁরা, এমনও দাবি করেছে ইকোনমিক টাইমসের। যদিও ওমকার রিয়েলটরস এবং বিরাট কোহলির জনসংযোগকারি সংস্থা এবিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেনি।