ওয়েব ডেস্ক : কাশ্মীর থেকে কন্যাকুমারী। তাঁর জয়গান চলছে দেশজুড়ে। কিন্তু, এসবের মাঝেও তাঁর ‘মনখারাপ’ । কেন? আসলে এতকিছুর মাঝেও কাঁটাছেড়া চলছে তাঁর প্রাক্তন প্রেমিকা অনুষ্কাকে নিয়ে। চলছে নোংরা সমালোচনা। আর তাতেই মর্মাহত বিরাট কোহলি। প্রতিবাদ জানাতে বেছে নিলেন টুইটারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিখলেন, “অনবরত অনুষ্কাকে এভাবে বিদ্রূপ করার জন্য সবার লজ্জা হওয়া উচিত। কিছুটা সহানুভূতি রাখো। অনুষ্কা আমাকে সবসময় ইতিবাচক রেখেছে।”



প্রেম ভেঙেছে বহুদিন। কিন্তু মিডিয়ার কাছে মুখ খোলেননি কেউই। আজ যখন দেশবাসী কোহলি বন্দনায় রত, তখন অনুষ্কার পাশে দাঁড়িয়ে মোহালি ম্যাচের নায়ক প্রমাণ করলেন মানুষ হিসেবেও তিনি কতটা ‘বিরাট’!