ওয়েব ডেস্ক: দিনটা ভালই যাচ্ছিল। টসে জিতেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন কোহলিদের। আর সেটারই খেসারত দিতে হয়েছিল ধোনির সুপারজায়ান্টসদের। কোহলি, ডিভিলিয়ার্সের রানের বন্যায় ম্যাচ বার করতে কোনও অসুবিধায় হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবুও শেষটা ভাল হল না আরসিবি অধিনায়কের।


স্লো-ওভার রেটের জন্য শাস্তি পেতে হয় বিরাট কোহলিকে। শুক্রবার পুনে সুপারজায়ান্টেসে্র মুখোমুখি হয়েছিল আরসিবি। ১৩ রানে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতলেও স্লো ওভার রেটের জন্য জরিমানার করব্লে পড়তে হয় বিরাট কোহলিকে। আইপিএল কোড অব কন্ডাক্ট অনুযায়ী স্লোওভার রেটের জন্য বিরাটকে ম্যাচ ফি থেকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।