ওয়েব ডেস্ক: ইচ্ছে ছিল, আবেদনও করেছিলেন, কিন্তু এবারের মত ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়া হল না তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের। এক দীর্ঘ নাটকের পর ১১ জুলাই ভারতীয় কন্ট্রোল বোর্ড জানিয়ে দেয়, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত করা হল রবি শাস্ত্রীকে। সচিন-সৌরভ-লক্ষ্মণদের নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি বেছে নিয়েছেন শাস্ত্রীকেই। আর প্রাক্তন টিম ডিরেক্টরকে কোচ হিসেবে বেছে নেওয়ার সঙ্গে সঙ্গেই বিরাট, ধোনি, যুবরাজদের হেড স্যার হওয়ার যে স্বপ্ন সেওয়াগ দেখেছিলেন, তার সলিল সমাধি হয়ে যায়। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত কোচ রবি শাস্ত্রীই। এর সঙ্গে দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে। সুতরাং, এবারের মত ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সরকারি ভাবে কোনও রকম অবস্থাতেই নিজেকে জুড়তে পারছেন না বীরু। এই অবস্থায় বীরেন্দ্র সেওয়াগকে ফিরতে হবে ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকাতেই। উল্লেখ্য, আইপিএলে পাঞ্জাবের কোচ হিসেবেও দেখা যাবে বীরুকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন্ন ভারত-শ্রীলঙ্কা সিরিজে ক্রিকেট ধারাভাষ্যকারের চেয়ারে হয়ত থাকবেন সেওয়াগ। তার আগে নিজেকে 'চিল' করে নিতে কানাডা ভ্রমণে মগ্ন নজফগরের নবাব। দেখুন সেই ছবি-