জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান ক্রিকেট বোর্ড (The Pakistan Cricket Board) এই মুহূর্তে আগামীর প্রতিভাদের খুঁজে নিচ্ছে। ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশে চলছে জুনিয়র পাকিস্তান লিগ (Junior Pakistan League)। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছ'টি দলের মেন্টর হিসাবে রয়েছেন একাধিক তারকা আন্তর্জাতিক ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন দুই কিংবদন্তি- ভিভ রিচার্ডস (Viv Richards) ও জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)। দুই মহারথী তাঁদের ক্রিকেট কেরিয়ায়ে ছিলেন একে-অপরের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁদের ব্যাটিং দ্বৈরথ ছিল বাইশ গজে চর্চিত। ফের একবার মাঠে নেমে লড়লেন রিচার্ডস-মিয়াঁদাদ। তবে এবার আর ব্য়াট নয়, তাঁরা বেছে নিলেন সাইকেল। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে জুনিয়র পাকিস্তান লিগ চলাকালীন দুই প্রাক্তন মহারথী সাইকেল রেসে মাতলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রিচার্ডস-মিয়াঁদাদ এই জেতার লড়াই যে চুটিয়ে উপভোগ করলেন, তা তাঁদের হাসি মুখই বলে দিল। গদ্দাফি স্টেডিয়াম সর্বকালের অন্যতম দুই সেরা ব্যাটারের জন্য গলা ফাটাল। রিচার্ডস-মিয়াঁদাদ ছাড়াও শাহিদ আফ্রিদি, ইমরান তাহির, ড্যারেন স্যামি, শোয়েব মালিক ও কলিন মুনরোরা রয়েছেন মেন্টরদের তালিকায়।


আরও পড়ুন: Watch | Mohammed Shami | Shaheen Shah Afridi: 'যবে থেকে বোলিং শুরু করেছি, আপনাকেই ফলো করি'



রিচার্ডস-মিয়াঁদাদের কেরিয়ারের দিকে একবার চোখ রাখা যাক। ভিভ একসময়ে ব্যাট হাতে ত্রাসের সঞ্চার করেছিলেন। নিজের যুগের শ্রেষ্ঠ ব্যাটার ছিলেন। ১২১টি টেস্টে ক্যারিবিয়ান কিংবদন্তি রয়েছে ৮৫৪০ রান। গড় ৫০-এর ওপর। ওয়ানডে ফরম্যাটে ১৮৭ ম্যাচে ৬৭২১ রান করেছেন তিনি। ১৯৭৫ ও ১৯৭৯ সালে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জিতেছিল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিচার্ডস। মিয়াঁদাদ অন্যদিকে পাকিস্তানের হয়ে ১২৪টি টেস্টে ৮৮৩২ রান করেছেন। ২৩৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর আছে ৭৩৮১ রান। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অন্যতম সেরা কারিগর ছিলেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)