ওয়েব ডেস্ক: ভাইজাগে বাদ পড়তে পারেন গৌতম গম্ভীর। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অনিল কুম্বলে লোকেশ রাহুলকে খেলানোর পক্ষে সওয়াল করেছিলেন। বুধবার ঠিক একই ঢংয়ে অধিনায়ক বিরাট কোহলিও জানিয়ে দিলেন ওপেনিংয়ে তাদের পছন্দ মুরলি বিজয়-লোকেশ রাহুল জুটিই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নতুন নারিনের জন্ম!
               
এই টেস্টে  ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পেসার মহম্মদ সামির হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। সামিকে বিশ্রাম দিয়ে হার্দিক পান্ডিয়া বা ইশান্ত শর্মাকে খেলানোর কথাও ভাবছে টিম ইন্ডিয়া। এমনকী অচেনা অফ স্পিনার জয়ন্ত যাদবকেও ইংল্যান্ডের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারেন বিরাট কোহলিরা।


ভাইজাগে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার চাপ নিয়েই নামছেন ভারতীয় স্পিনাররা। রাজকোটে ইংল্যান্ড স্পিনাররা যেভাবে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন তাতে ভরাডুবির মুখে পড়ে গিয়েছিল কোহলি ব্রিগেডের সাধের ব্যাটিং লাইন আপ। আর অন্যদিকে অশ্বিনদের স্পিনকে ভোঁতা বানিয়ে রানের পাহাড়ে চড়েছিল কুকরা। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেবিষয়ে ভারতীয় স্পিনারদের সতর্ক করে দিয়েছেন বিরাট কোহলি। তবে বিরাটের আশা ভাইজাগের পিচ থেকে অশ্বিনরা ফায়দা তুলতে পারবেন।
                           
ভাইজাগের পিচ কিউরেটরও জানিয়ে দিয়েছেন রাজকোটের মতন ঘাস নেই পিচে । এমনকী দ্বিতীয় দিন থেকেই না কি বল ঘুরবে। কিউরেটরের কথা শুনে ইংল্যান্ড স্পিনাররাও উজ্জিবীত। ফলে ভাইজাগের অভিষেক টেস্ট  জমে উঠতে পারে  স্পিনের লড়াইয়ে। অনেক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন ভাইজাগেও টস একটা বড় ফ্যাক্টর হতে পারে। যদিও বিরাট কোহলি তা মানতে নারাজ। ভারত অধিনায়কের মতে টস জিতলে টেস্টে কিছুটা সুবিধা হলেও ম্যাচের ফলাফলের ক্ষেত্রে তা বিরাট কোনও ফ্যাক্টর হয় না।


(দেখুন স্পোর্টস ২৪, রাত সাড়ে দশটায়। ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলে)