নিজস্ব প্রতিবেদন: রবি শাস্ত্রীর (Ravi Shastri) পর বিরাট কোহলিদের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। 'দ্য ওয়াল'-এর ভারতীয় দলের কোচ হওয়া একপ্রকার চূড়ান্ত। বলা যেতে পারে ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। টি-২০ বিশ্বকাপের পরেই সম্ভবত দ্রাবিড় দায়িত্ব বুঝে নেবেন। এই মুহূর্তে দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) প্রধান পদে দায়িত্ব সামলাচ্ছেন। দ্রাবিড় কোচ হয়ে যাওয়ার পর এনসিএ-র প্রধানের পদ ফাঁকা হয়ে যাবে। সেই জায়গায় আরেক কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) বসাতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু বিসিসিআইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন লক্ষ্মণ। দ্রাবিড়ের জায়গায় তিনি বসতে নারাজ বলেই জানিয়ে দিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: T20 World Cup: অ্যামাজনের ডেলিভারি বয় থেকে স্কটল্যান্ডের তারকা হয়ে উঠলেন যিনি!


বিসিসিআই এমন একজনকে এনসিএ-র মাথায় বসাতে চাইছেন যিনি ভারতীয় ক্রিকেটে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। লক্ষ্মণ বাংলা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতার পাশাপাশি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) মেন্টর। হায়দরাবাদের ৪৬ বছরের ক্রিকেটার ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানদেরই একজন। ১৩৪ ম্যাচে তাঁর ৮৭৮১ রান রয়েছে ঝুলিতে। করেছেন ১৭টি সেঞ্চুরিও। দ্রাবিড়ের নাম কোচ হিসাবে উঠে আসলেও বিসিসিআই কিন্তু পরবর্তী হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। হেড কোচের পদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর। বিকেল ৫ টার মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে। টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের জন্য আবেদন করার সময়সীমা রাখা হয়েহে ৩ নভেম্বর বিকেল ৫ টার মধ্যে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)