নিজস্ব প্রতিবেদন : ইস্টবেঙ্গলের ব্যাপারে এবার আগ্রহ দেখাল লিভারপুল। ইউরোপ সেরা ক্লাব লাল-হলুদের সঙ্গে টেকনিক্যাল গাঁটছড়া বাঁধতে তৈরি। লাল-হলুদের সঙ্গে কথা এগোচ্ছে নেইমারের ক্লাব PSG-এরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্লাবের শতবর্ষের বছরে ঐতিহাসিক গাঁটছড়া বাঁধতে পারে ইস্টবেঙ্গল। ক্লাবটির নাম শুনলে ঝটকা খেতে পারেন যে কোনও লাল-হলুদ সমর্থক। ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ইপিএল জায়েন্ট লিভারপুল। গত এক বছরে চ্যাম্পিয়ন্স লিগ জেতা,ক্লাব বিশ্বকাপ জেতা মানে-সালাহদের ক্লাব, শতবর্ষে পা দেওয়া ইস্টবেঙ্গলকে টেকনিক্যাল সাপোর্ট দিতে তৈরি। এমনটাই জানাচ্ছেন লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার।


এখানেই শেষ নয়। এমবাপে-নেইমারদের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনও আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গলের ব্যাপারে। শতবর্ষে আগামী প্রজন্মের জন্য ফুটবল দল নিয়ে একটা দিশা তৈরি করতে চাইছেন লাল-হলুদ কর্তারা। তারই পদক্ষেপ হিসাবে শহরে ঘুরে গেছেন বিখ্যাত স্কটিশ ক্লাব সেলটিকের কর্তারা। পরবর্তী পদক্ষেপ হিসাবে স্কটল্যান্ডে বিখ্যাত ক্লাবটির বোর্ড মিটিংয়েও হাজির থাকতে পারেন লাল-হলুদ কর্তারা।


আরও পড়ুন- FIFA Club World Cup 2019: ফিরমিনোর গোলে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে বিশ্বসেরা লিভারপুল