নিজস্ব প্রতিবেদন: গতবার ইউরো কাপে সেমিফাইনালে নিজের দেশকে নিয়ে গিয়েছিলেন গ্যারেথ বেল (Gareth Bale)। কিন্তু এবার প্রি-কোয়ার্টারেই ছিটকে গেল ওয়েলস। ডেনমার্কের কাছে চার গোলে হেরে এবারের মতো ইউরো শেষ বেল অ্যান্ড কোং। কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও বেল আজ সকলের হৃদয়ে। বলা যায় হেরেও জিতে গেলেন ওয়েলস ক্যাপ্টেন। ডেনমার্কের ফুটবল অনুগামীরা আজীবন মনে রাখবেন বেলকে। শনিবার আমস্টারডামের জোহান ক্রুয়েফ এরিনায় ম্যাচ শুরুর আগে বেল ড্যানিশ ক্যাপ্টেন সিমন কেয়ার হাতে এক অনন্য উপহার তুলে দেন। একটি কাঁচের বাক্সবন্দি ওয়েলসের টিমের সকলের সই করা জার্সি। যেখানে জ্বলজ্বল করছে ক্রিশ্চিয়ান এরিকসনের (Christian Eriksen) নাম। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: UEFA EURO 2020: আগুনে ফুটবলে শেষ আটে Denmark, ড্যানিশদের কাছে চার গোলে হারাল Wales


ইউরোয় গ্রুপ পর্যায়ের ম্যাচে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন গোটা বিশ্বের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন এরিকসন। খেলতে খেলতে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ড্যানিশ মিডফিল্ডার। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসায় মাঠে নেমে পড়ে মেডিক্যাল দল। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এরিকসন। এরিকসনের হৃদস্পন্দনের গতি ঠিক রাখার জন্য শরীরের শরীরে ডিফাইব্রিলেটর বসানো হয়েছে। তবে এই ধাক্কা সামলে এরিকসন আদৌ ফের মাঠে নামতে পারবেন কি না তাই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।