ওয়েব ডেস্ক: ১৯৫৮সালের পর শুক্রবার রাতে বিশ্বফুটবলে সবচেয়ে বড় ম্যাচটি খেলতে নামছে ওয়েলস। ৫৭বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরেছিল গ্যারেথ বেলের দেশ। তারপর এই প্রথম শেষ আটের লড়াইয়ে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। ইউরোর কোয়ার্টার ফাইনালে তাই বেল,র‍্যামসিদের নিয়ে অনেক প্রত্যাশা ওয়েলসবাসীর। প্রতিপক্ষ বেলজিয়াম ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের থেকে চব্বিশ ধাপ এগিয়ে। তারকাদের ভিড়ে এগিয়ে হ্যাজার্ড,দিব্রুইনরা। ওয়েলস শিবির অবশ্য হাল ছাড়ছেন না। পাল্টা হুঙ্কার ছাড়ছেন ওয়েলসের কোচ।


ওয়েলস দলের জার্সির প্রতিক ড্রাগন। লিলের মাঠে শুক্রবার রাতে ড্রাগনের গর্জনটা বেলজিয়ামকে শুনিয়ে দিতে চাইছেন বেলরা। চলতি ইউরোয় দুরন্ত ফর্মে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। বেল গোল করেছেন তিনটি। প্রি-কোয়ার্টার ফাইনালে গোলটাও বেলের পাস থেকে। বেলজিয়ামের দৌড়ে থামাতে ওয়েলসের আসা ভরসা গ্যারেথ বেল।