নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ভারত ইতিমধ্যেই ২-০ জিতে নিয়েছে। রবিবার কলকাতায় নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা অ্যান্ড কোং ও টিম সাউদির কিউয়ি বাহিনী। রাহুল দ্রাবিড়ের সংসারে এক ঝাঁক তরুণ মুখ রয়েছে। মনে করা হচ্ছে যে, রবিবাসরীয় ইডেনে ভারতীয় দলে একাধিক পরিবর্তন আসতে পারে। যাঁরা এখনও সুযোগ পাননি, তাঁদের হয়তো ক্রিকেটের নন্দনকাননে সিকে ছিঁড়তে পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গৌতম গম্ভীর মনে করছেন যে, ইডেনে সুযোগ পাওয়া উচিৎ আইপিএল 'সেনসেশন' আবেশ খানের (Avesh Khan)। দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ওপেনার বলছেন, "বোলিং পয়েন্টের নিরিখে ভারত ভুবনেশ্বর কুমারকে বসিয়ে আবেশ খানকে খেলাতে পারে। কলকাতার উইকেট ওর জন্য় আদর্শ। ওর গতির সঙ্গেই রয়েছে বাউন্স। আমি আজ আবেশকে দেখতে পাচ্ছি বলেই মনে করছি। যখন ভারতের সিরিজ পকেটে, তখন আবেশকে আন্তর্জাতিক মঞ্চে পরখ করা উচিত। এই পরিবর্তন করেই ভারত সামনের দিকে তাকাতে পারে।" গম্ভীর আরও বলছেন, "ইডেন ম্যাচে ভারতের রিল্যাক্সড থাকার জায়গা নেই। দল পরীক্ষা করতে পারে আরও একটু বেশি করে। আমি বলব কোনও চাপ না নিয়ে ভারত সিরিজ ৩-০ জিতুক।"  


আরও পড়ুন: INDvsNZ: কেন অন্য পথ দিয়ে Eden Gardens-এ ঢুকবেন Rohit Sharma,Tim Southee-রা?


বছর চব্বিশের জোরে বোলার আবেশ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে এই মরসুমে আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারি হয়েছিলেন। হর্ষল প্যাটেলের (Harshal Patel) পরেই ছিলেন আবেশ। রাঁচিতে হর্ষলের স্বপ্নের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। নির্দিষ্ট কোটার চার ওভার বল করে ২৫ রানের বদলে তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। হন ম্যাচের সেরাও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে (Royal Challengers Bangalore) চলতি বছর আইপিএলে ফুল ফুটিয়েছেন হর্ষল। ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়ে মাথায় তুলেছিলেন বেগুনি টুপি। এখন দেখার হর্ষল-আবেশ কলকাতায় খেলেন কিনা!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)