নিজস্ব প্রতিবেদন: সুযোগ পাননি, বরং বলা ভাল সুযোগ দেওয়া হয়নি। বড় রান করেও ওয়ান ডে দল থেকে বাদ পড়ার সেই আক্ষেপ আজও তাড়া করে বেড়ায় বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টকে।  সুযোগ পেলে হয়তো দেশের হয়ে আরও রান করতে পারতেন! শুধু সুযোগটাই পায়নি তিনি ...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল থেকে আচমকাই বাদ দেওয়া হয় ফর্মে থাকা সৌরভ গাঙ্গুলিকে।  এক সাক্ষাত্কারে তিনি বলেন, "আমাকে যদি আরও দুটো ওয়ান ডে সিরিজ খেলতে দেওয়া হতো আমি আরও বেশি রান করতাম। যে সময় আমাকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল ওই বছরই সর্বাধিক রান তুলেছিলাম। আর তখনই উপলব্ধি করেছিলাম, যে পারফরম্যান্স যেমনই হোক! একবার ক্রিকেটারের থেকে মঞ্চ কেড়ে নেওয়া হলে তার আর প্রমাণ করার কিছু থাকে না।"


৩১১ টি একদিনের ম্যাচে ১১ হাজার ৩৬৩ রান করেছেন সৌরভ। ঝুলিতে ২২টি ওডিআই সেঞ্চুরি।



আরও পড়ুন- আর্থিক সাহায্য নিয়ে ওড়িশা সরকারের সঙ্গে সংঘাতে ভারতীয় অ্যাথলিট!