নিজস্ব প্রতিবেদন: বোলিংয়ের গতি বাড়ানোর জন্য নাকি ড্রাগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল খোদ 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' শোয়েব আখতারকে। কেরিয়ারের শুরুর দিকে এমন প্রস্তাব পেয়ে অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শোয়েব আখতার জানান, "আমার যখন ক্রিকেটে অভিষেক হয়। তখন আমাকে বলা হয়েছিল দ্রুত বোলিং করতে পারবে না। প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বোলিং করতে হলে, ওষুধ খেতে হবে। এবং আমি তা অস্বীকার করি।" সঙ্গে তিনি আরও বলেন, "আমার মতো মহম্মদ আমিরকেও ইংল্যান্ড সফরের আগে গতির ব্যাপারে সতর্ক করা হয়েছিল।"



পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেন শোয়েব আখতার। তাঁর মতে, তরুণ ক্রিকেটারদের উচিত দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুসরণ করা। তিনি শুধু পাকিস্তান নয়, এশিয়ান ক্রিকেটের রোল মডেল।



আরও পড়ুন- হবু স্ত্রী ধনশ্রীর সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করলেন চাহল, নিমেষে ভাইরাল