জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপের (Cricket World Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে থেকেছে অপরাজিত। টানা নয় ম্য়াচ জিতে, 'আনবিটেন চ্য়াম্পিয়ন' হয়েই সেমিতে খেলতে নামছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। ভারতের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে, দলের অধিনায়ক রোহিতও। তাঁর ব্য়াট প্রতি ম্য়াচেই কথা বলেছে। ছোট ইনিংস খেললেও, ভারতের হয়ে শুরুটা দারুণ করেছেন তিনি। ৯ ম্য়াচে ৫০৩ রান করেছেন হিটম্য়ান। তিনটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। আর রোহিতে মোহিত পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)। প্রাক্তন মহানক্ষত্র পেসার জানিয়েই দিলেন যে, কারোর সঙ্গেই ভারত অধিনায়কের তুলনা হবে না। রোহিত অন্য় গ্রহের। তাঁর মতো আর কেউ নেই এই বাইশ গজে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: World Cup 2023 Prize Money: রেকর্ড অর্থ! ধনবর্ষার কাপযুদ্ধে রাশি রাশি ডলার, অঙ্ক মাথা ঘুরিয়ে দেবে


আক্রম পাকিস্তানের এক টিভি চ্যানেলের টক-শোয়ে এসে বলেন,' দেখুন রোহিত শর্মার মতো প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেটে নেই। আমরা বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়াসন ও বাবর আজমকে নিয়ে কথা বলি। কিন্তু রোহিত সকলের থেকে আলাদা। ওর ব্যাটিং দেখলে মনে হয় কী অনায়াসে খেলছে। সে প্রতিপক্ষ বা বোলিং আক্রমণ যাই থাকুক না কেন।' অনুষ্ঠানে উপস্থিত শোয়েব মালিক, আক্রমের সুর ধরে  বলেন, 'ওয়াসিম আক্রম রোহিত বাদে বাকি যে ব্য়াটারদের নাম বললেন, তাঁরা ৩-৪ জন বোলারকে টার্গেট করে। কিন্তু রোহিত পাঁচজন বোলারের বিরুদ্ধেই ঝাঁপিয়ে পড়ে।'


নেদারল্যান্ডসের বিরুদ্ধে লিগের শেষ ম্য়াচে রোহিত ইতিহাস লিখেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে, সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করেছেন রোহিত। এবি ডিভিলিয়ার্সের আট বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন আগুনে ফর্মে থাকা রোহিত। চলতি বছর ২৪টি একদিনের আন্তর্জাতিক ইনিংসে রোহিতের ব্য়াট থেকে এসেছে ৫৯টি ওভার বাউন্ডারি। ২০১৫ সালে ডিভিলিয়ার্স ১৮ ইনিংসে মেরেছিলেন ৫৮টি ছয়। তালিকায় তিনে থাকবেন কিংবদন্তি ক্য়ারিবিয়ান ক্রিয় গেইল (২০১৯ সালে ১৫ ইনিংসে মেরেছিলেন ৫৬টি ছয়)। চারে পাক মহারথী শাহিদ আফ্রিদি (৩৬ ইনিংসে ৪৮টি ছয় মেরেছিলেন ২০০২ সাল)। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও রোহিত কেড়ে নিয়েছেন। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ক্য়াপ্টেন অইন মর্গ্য়ান মেরেছিলেন ২২টি ছয়। তাঁকেই টপকে গেলেন রোহিত। 


ডাচদের বিরুদ্ধেই চলতি বিশ্বকাপে ৫০০ রান করে ফেলেছেন রোহিত আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারে ৫৫তম হাফ-সেঞ্চুরি করার সঙ্গেই। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে একাধিক বিশ্বকাপে ৫০০-র বেশি রান করার নজির গড়লেন ভারত অধিনায়ক। প্রথম ভারতীয় ক্য়াপ্টেন হিসেবে একক কাপযুদ্ধে ৫০০ করার রেকর্ড করেছেন রোহিত। কপিল দেব ১৯৮৩ বিশ্বকাপে ৩০২ রান করেছিলেন। মহম্মদ আজহারউদ্দিন ১৯৯২ বিশ্বকাপে করেছিলেন ৩৩২ রান। ২০০৩ বিশ্বকাপে সৌরভের ব্য়াট থেকে এসেছিল ৪৬৫ রান। ২০১৯ বিশ্বকাপে কোহলি করেছিলেন ৪৪৩ রান।


আরও পড়ুন: David Beckham | IND vs NED: সেমিফাইনালের মহাযুদ্ধে ওয়াংখেড়ে মাতাবেন ফুটবলের মেগা নক্ষত্র



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)