নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) প্রথম দুই ম্যাচে হারার পর অবশেষে ২ পয়েন্ট পেল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad, SRH)। শনিবার হায়দরাবাদ আট উইকেটে চেন্নাইকে (Chennai Super Kings, CSK) গুঁড়িয়ে আইপিএলে এবারের খাতা খুলল। সৌজন্যে অভিষেক শর্মা (Abhishek Sharma)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জাবের বছর একুশের বাঁ-হাতি অলরাউন্ডার অভিষেক ২০১৯ সালে ছিলে হায়দরাবাদে। কিন্তু ছাপ ফেলতে পারেননি। এই মরশুমে 'অরেঞ্জ আর্মি' নিলামে ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে অভিষেককে। টিম ম্যানেজমেন্টের আস্থার দাম দিলেন তিনি। মূলত লোয়ার মিডল অর্ডারে খেলা অভিষেক এদিন ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের সঙ্গে ওপেন করলেন। 


প্রথম উইকেট পার্টনারশিপে ১২.১ ওভারে ৮৯ রান যোগ করেন তাঁরা। ৪০ বলে ৩২ রানের ইনিংস খেলে কেন ফিরে যান। এরপর অভিষেক রাহুল ত্রিপাঠীকে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ৫০ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন অভিষেক। তিনি যখন ফেরেন তখন হায়দরাবাদ ১৭.১ ওভারে ১৪৫ রান তুলে ফেলেছে। অভিষেক একাই দলকে জয়ের রাস্তায় নিয়ে যান। তাঁর ব্যাটিংয়ে মোহিত হয়ে প্রাক্তন ক্রিকেটাররা টুইট করলেন। তালিকায় রয়েছেন ওয়াসিম জাফর ও ইরফান পাঠানের মতো নাম।





অভিষেক এদিন প্রথম আইপিএল অর্ধ-শতরানের স্বাদ পেলেন। এর আগে অভিষেক ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল অভিষেক করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৯ বলে ৪৬ রান করেছিলেন। চার বছর ও ২০ ইনিংসের প্রতীক্ষার শেষে এল অভিষেকের প্রত্যাশিত ফিফটি। 


আরও পড়ুন: IPL 2022-এ খাতা খুলল Sunrisers Hyderabad, আট উইকেটে হারল Chennai Super Kings!


আরও পড়ুন: MS Dhoni: পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ মিনিট পর ফাইনাল! ধোনিকে ফুটবল থেকে আলাদা করতে হিমশিম খেয়েছিলেন শাস্ত্রী


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)