নিজস্ব প্রতিবেদন : ফের শিরোনামে সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর। ইংল্যান্ডে একদিনেক ভারতীয় ক্রিকেটদল যখন বিশ্বকাপ খেলতে ব্যস্ত, সেই ইংল্যান্ডের মাটিতেই বল হাতে আগুন ঝরালেন অর্জুন। তাও আবার ঐতিহ্যশালী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপে এমসিসি ইয়ং ক্রিকেটার্সের হয়েখেলছেন অর্জুন। মঙ্গলবার সারে সেকেন্ড ইলেভেন দলের বিরুদ্ধে ম্যাচে অর্জুনের আগুন ঝরানো বোলিং এখন আলোচনার বিষয়। বিশেষ করে নাথান টিলেকে অর্জুন যেভাবে ক্লিন বোল্ড করেছেন তাতে ক্রিকেট বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। স্বপ্নের ডেলিভারিতে আউট করেন প্রতিপক্ষের ব্যাটসম্যানকে। অর্জুনের বলে পেস ও সুইং দুটোই ছিল। আর সেই বল একেবারেই বুঝতে না পেরে ক্লিন বোল্ড হন টিলে। ১১ ওভার বল করে ২টি উইকেট পেয়েছেন অর্জুন তেন্ডুলকর। 


আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান! পরিবর্তে দলে ঋষভ পন্থ