নিজস্ব প্রতিবেদন: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স (2023 AFC Asian Cup Qualifiers) গত শনিবার যুবভারতীতে মুখোমুখি হয়েছিল ভারত-আফগানিস্তান (India Vs Afghanistan)। সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও আব্দুল সামাদের (Sahal Samad) গোলে রুদ্ধশ্বাস ম্যাচ ২-১ জিতে নেয় ভারত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরো ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন 'ক্যাপ্টেন ফ্যান্টাসটিক'। ম্যাচের প্রায় অন্তিম লগ্নে এসে তিনি যে বিশ্বমানের ফ্রি-কিক নিয়েছিলেন, তা নিয়েই চলছে জোর চর্চা। ম্যাচের ৮৫ মিনিটে সুনীল যে ফ্রি-কিক নিলেন তা এককথায় অনবদ্য। দুরন্ত বাঁক খাওয়ানো শটে সুনীল তে-কাঠিতে বল জড়িয়ে দেন। সুনীলের পা থেকে ধেয়ে আসা মিসাইল রুখতে পারেননি আফগান গোলরক্ষক। বলে হাত লাগিয়েও কিছু করতে পারেননি তিনি। 



সুনীল ১২৮ ম্যাচে করে ফেললেন ৮৩ গোল। মেসির থেকে আর তিন গোল দূরে তিনি। দেশের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগালের জার্সিতে সিআর সেভেন করেছেন ১১৭টি গোল। ১৮৮টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের আলি দায়ি। ১৪৮ ম্যাচে তিনি দেশের হয়ে গোল করেছেন ১০৯টি। মালয়েশিয়ার মোক্তার দাহারি রয়েছেন তিন নম্বরে। ১৪২ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৮৯। এরপরেই ৮৬ গোল করে চতুর্থ স্থানে মেসি। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ১৬২টি ম্যাচ। পঞ্চম স্থানে রয়েছেন পুসকাস। তাঁর গোলসংখ্যা ৮৪। ষষ্ঠ স্থানে সুনীল।


আরও পড়ুন: Igor Stimac: 'ভারতে ফুটবল বোধ অত্যন্ত কম, আমি সকলকে বোঝাতে বোঝাতে ক্লান্ত'


আরও পড়ুনIndia Vs Afghanistan: হাতাহাতি দুই দলের ফুটবলারদের মধ্যে! অপ্রত্যাশিত দৃশ্য যুবভারতীতে, রইল ভিডিও


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)