নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে করোনা আতঙ্ক গ্রাস করেছে। দেশ জুড়েও ব্যপক প্রভাব পড়েছে মারণ ভাইরাসের। করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে বাড়ি থেকে বেশি বাইরে বেড়োতে নিষেধ করা হচ্ছে । তাই আইসোলেশনে দিন কাটাচ্ছেন অনেকেই। ব্যতিক্রম নন টিম ইন্ডিয়ার ক্রিকেটার কেএল রাহুলও। কিন্তু এই আইসোলেশন কি বড্ড বোরিং? লোকেশ রাহুলের এই ভিডিয়ো দেখে তেমনটাই মনে হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ইনস্টাগ্রামে রাহুল যে ভিডিয়োটা পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, কখনও ব্যাট-বল নিয়ে নকিং করছেন, আবার কখনও প্লে-স্টেশনে সময় কাটাচ্ছেন! দেখা যাচ্ছে এই বই হাতে নিয়ে তো  আবার আই প্যাড নিয়ে ব্যস্ত রাহুল।


 



সারা দেশে এখন করোনাভাইরাসের আতঙ্ক। এরই মাঝে যে বা যাঁরা বিদেশ থেকে আসছেন তাঁদের আপাতত কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফে। তার পর বিদেশ থেকে আসা মানুষদের শারীরিক অবস্থার পরীক্ষা হচ্ছে। শরীরে করোনাভাইরাসের জীবাণু রয়েছে কি না তা খতিয়ে দেখতে দিন-রাত এক করে কাজ করছেন ডাক্তার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা।


আরও পড়ুন - মদ প্রস্তুত বন্ধ! হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে শেন ওয়ার্নের 708