নিজস্ব প্রতিবেদন: সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি জোরে বোলার মঙ্গলবার বাইশ গজ থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মালিঙ্গা অবসরের পর আইসিসি তাঁকে অনন্য সম্মান জানাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা  'ইয়র্কার কিং'-এর ওপর একটা ভিডিয়ো বানিয়েছে। সেই মন্তাজে ফুটে উঠেছে মালিঙ্গার ১৭ বছরের কেরিয়ারের বাছাই করা সব ইয়র্কার। মালিঙ্গাকে যে কেন 'টো ক্রাশার' বলা হয়, সেই কথাও আরও একবার প্রমাণিত হয়েছে এই ভিডিয়োতে। মালিঙ্গা ছুটে আসছেন তাঁর চেনা ছন্দে। আর চোখের নিমেষে একের পর এক উইকেট গুঁড়িয়ে দিচ্ছেন!


আরও পড়ুন:Lasith Malinga: বাইশ গজকে বিদায় জানালেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা



এই ভিডিয়ো সোশ্যালেরও মন জয় করে নিয়েছে। ২০১০ সালে টেস্ট ক্রিকেট ও ২০১৯ সালে শেষবার ওয়ানডে খেলেন মালিঙ্গা। গতবছর দেশের জার্সিতে শেষবার টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেন দ্বীপরাষ্ট্রের মহাতারকা। টেস্ট এবং ওয়ানডে-র পর এবার টি-২০ ফর্ম্যাটকেও আলবিদা বললেন তিনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)