নিজস্ব প্রতিবেদন:  রাত পোহালেই আইপিএল। হই হই করে আমিরশাহিতে শুরু হয়ে যাবে মিলিয়ন ডলার লিগ। সন্ধেবেলায় চায়ে কিংবা কফি মাগে চুমুক দিতে দিতে বিন্দাস মেজাজে গা এলিয়ে টিভি-র সামনে বসে পড়ুন। কিংবা আপনার মোবাইলটি সঙ্গে রাখুন। মনে রাখবেন মাস্ক আর স্যানিটাইজার কিন্তু মাস্ট! আর ২০-২০ ওভার শেষে স্যাটিসফেকশন গ্যারেন্টেড! ক্রিকেটেনমেন্টের টোটাল প্যাকেজ নিয়েই করোনাকালে আইপিএল এবার- ওয়াচ ফ্রম হোম!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আপনি চাইলে অনলাইনে বিনামূল্যে দেখতে পারবেন আইপিএলের লাইভ অ্যাকশন। কিন্তু কী ভাবে?
এর জন্য আপনার প্রয়োজন Jio কিংবা Airtel এর কানেকশন। যেখানে Disney+Hotstar  বিনামূল্যে কানেকশন পাওয়া যাবে। অর্থাৎ মোবাইল রিচার্জ করলেই ফ্রিতে আইপিএলের ম্যাচ দেখতে পারবেন আপনি।


*Jio এবং  Airtel-এর কী কী ক্রিকেট প্ল্যান রয়েছে একবার দেখে নেওয়া যাক-


#Jio-তে রয়েছে ৪৯৯ টাকার ক্রিকেট প্ল্যান। যেখানে ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এই প্ল্যানে এক বছরের ফ্রি Disney+Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
#রয়েছে ৫৯৮ টাকা এবং ৪০১ টাকার Jio প্ল্যান। যেখানে অন্যান্য সুবিধার পাশাপাশি Disney+Hotstar ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
#Airtel-এর রয়েছে ৫৯৯ টাকা এবং ৪৪৮ টাকার প্ল্যান। এই প্ল্যানে এক বছরের জন্য Disney+Hotstar পরিষেবা ফ্রিতে পাওয়া দিচ্ছে এয়ারটেল।



টিভি-তে আইপিএলের ম্যাচ দেখতে পারবেন স্টার স্পোর্টস ১ এবং স্টার স্পোর্টস ৩-এ। ৫৩দিনের এই মেগা টুর্নামেন্টে দুপুরের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সাড়ে তিনটে এবং সন্ধ্যের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।


 


আরও পড়ুন -  IPL 2020: ভক্তদের দাবি মেনে কন্নড় ভাষায় আইপিএল-এর থিম সং রিলিজ করল RCB