নিজস্ব প্রতিবেদন: আগামী জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপরেই জোড়া টি-২০ ম্য়াচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। গত রবিবার টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। চলতি আইপিএলে (IPL 2022) দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে তিন বছর পর প্রত্যাবর্তন করেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ডাক পেয়েছেন পেসার উমরান মালিক (Umran Malik) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)। উমরান উমরানের জাতীয় দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত ইরফান পাঠান (Irfan Pathan)। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উমরানের সঙ্গে কেকে কেটে সেলিব্রেট করেন প্রাক্তন পেসার। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পাঠান লিখলেন, "বাডি তোমাকে অনেক শুভেচ্ছা। আশা করব তোমার অভিষেক জম্মু-কাশ্মীর ও দেশের খুদেদের অনুপ্রেরণা দেবে। আব্দুল সামাদ তোমার সময়ও আসবে।" উমরানকে স্কাউট করার পিছনে পাঠানের অনেক বড় অবদান রয়েছে। 


সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে আইপিএলে (IPL 2022) প্রতি ম্য়াচেই চমকে দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তরুণ পেসার উমরান। 'শ্রীনগর এক্সপ্রেস'-এর (Srinagar Express) আগুনে পেস (ঘণ্টায় ১৫০ কিমি) ও লাইন লেন্থে মোহিত হয়েছে বাইশ গজ।


সুনীল গাভাসকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রায় সকলেই একথা মেনে নিয়েছিলেন যে, উমরানকে দ্রুতই দেখা যাবে ভারতীয় দলের জার্সিতে। উমরানের ডাক পাওয়া ছিল কার্যত সময়ের অপেক্ষা। আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট পাওয়া উমরানের ইকনমি রেট ছিল ৯.০৩।


আরও পড়ুন: Wriddhiman Saha: কলকাতায় থেকেও কেন ভিডিও কলে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঋদ্ধি? জানতে পড়ুন


আরও পড়ুনMohammad Azharuddin- Umran Malik: উমরানকে নিয়ে বড় মন্তব্য করে দিলেন আজহারউদ্দিন



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App