নিজস্ব প্রতিবেদন :  দুবাইয়ের আইপিএলে নতুন রঙ লেগেছে। আর সেই রঙে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। দু দিন আগেই হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে বিহু নাচে আইপিএল মাতিয়ে দেন রাজস্থান রয়্যালসের অসমের ছেলে রিয়ান পরাগ। আইপিএলে কোনও ভারতীয় ক্রিকেটারের এমন নাচ দেখে দর্শকরা বলে ওঠেন, আহা বেশ!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রিয়ানের থেকে বিহু নাচ শিখে ভারতীয় সংস্কৃতিতে মজেছেন আর্চার। বুধবার দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার আগে ডাগআউটের ধারে আর্চারকে বিহু নাচের ছন্দে কোমর দোলাতে দেখা যায়। আর ইনিংসের প্রথম বলেই দিল্লির পৃথ্বী শকে বোল্ড করেন জোফ্রা আর্চার।




পৃথ্বীকে আউট করার পর আনন্দে আর্চার মাঠে বিহু নাচ শুরু করে দেন। ছুটে এসে তাঁকে সঙ্গ দেন রিয়ান পরাগ। দুজনকে দেখে রাজস্থান রয়্যালসের বাকি ক্রিকেটাররাও বিহু নাচের সঙ্গে সেলিব্রেট করেন। একদিকে ব্যাট-বলের ব্যাটেল, আর একদিকে মন মাতানো নাচ। আইপিএল তো জমে ক্ষীর!



আরও পড়ুন - IPL 2020: কিং কোহলির কিট ব্যাগে কী কী থাকে, জানলে অবাক হয়ে যাবেন