`ম্যায় পল দো পল কা শায়ার হুঁ` গানের পর এবার ভাইরাল লেফটেন্যান্ট কর্নেল ধোনির ভলিবল খেলার ভিডিয়ো
এই ১৫ দিন সেনাদের মতো করেই জীবন কাটাবেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট থেকে মাস দুয়েকের ছুটি নিয়ে আপাতত টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্ট-এ বিশেষ ট্রেনিংয়ে ব্যস্ত প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩১ জুলাই থেকে শুরু হয়েছে ধোনির প্রশিক্ষণ। ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ান(প্যারা)-এ যোগ দিয়ে দক্ষিণ কাশ্মীরে পোস্টিং এমএসডি-র। ভিক্টর ফোর্সের হয়ে সপ্তাহ দুয়েকের প্রশিক্ষণে রয়েছেন মাহির।
অন্যান্য সেনা জওয়ানদের মতোই ধোনিও পেট্রোলিং অর্থাত্ টহলদারি এবং পাহারা দেওয়ার কাজ করবেন। এই ১৫ দিন সেনাদের মতো করেই জীবন কাটাবেন তিনি।২০১১ সালে ধোনিকে প্যারাশুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করে ভারতীয় সেনা।
লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনিকে কাশ্মীরে দেখা গেল অন্যান্য ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে ভলিবল খেলতে। আর কর্নেল এমএসডি-র ভলিবল খেলার ভিডিয়ো কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
তার আগে অবশ্য সেনা পোশাকে ধোনির গলায় 'ম্যায় পল দো পল কা শায়ার হুঁ' গানটিও ভাইরান হয়ে পড়েছে।
আরও পড়ুন - এবার আইপিএলে যোগ দিলেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন ফিজিও ফারহার্ট!